West Bengal News Live : 'জানি না কোন ধরনের পরিবার থেকে এসেছেন', অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিশানায় কল্যাণ
West Bengal news live updates : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর।
LIVE
Background
কলকাতা : সোমবারই সব মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ( Justice Abhijit Ganguly )। নিজেকে অন্য কাজে নিয়োজিত করব, বললেন বিচারপতি। ছাড়লেন এজলাস। অন্যদিকে লোকসভা ভোটের ( Loksabha Poll 2024 ) আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পন্ন ছিন্ন তাপস রায়ের ( Tapas Roy )। ইস্তফা বিধায়ক পদ থেকেও। প্রতিপক্ষ দলে যোগ দেবেন না, আর্জি জানিয়েছেন কুণাল ঘোষ। ব্রিগেডে যোগ দিতে আলিপুরদুয়ার ও কোচবিহার থেকে দলীয় কর্মীদের কলকাতায় আনতে বিশেষ ট্রেনের আবেদন খারিজ, দাবি তৃণমূলের। রেক নেই, পাল্টা দাবি পূর্ব রেলের।।
WB News Live : কাল ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
কাল ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর হাত ধরেই গঙ্গার নীচে দিয়ে মেট্রো রুটের সূচনা হতে চলেছে। সেই সঙ্গে আরও দুটি মেট্রো প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। একটি হল, নিউ গড়িয়া থেকে রুবি অর্থাৎ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত অরেঞ্জ লাইন মেট্রো রুট। জোকা-তারাতলা রুটে পার্পল লাইনে ইতিমধ্যেই মেট্রো পরিষেবা চালু হয়েছে। তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে সেই রুট। সেই সম্প্রসারিত অংশেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী।
গঙ্গার নীচ দিয়ে কীভাবে ছুটবে মেট্রো, অভিজ্ঞতার সাক্ষী হল এবিপি আনন্দ ।
WB News Update : শেখ শাহজাহানের প্রায় ১৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত
শেখ শাহজাহানের প্রায় ১৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত । ভেড়ি, কলকাতায় জমি-সহ ১৪টি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে শেখ শাহজাহানের সম্পত্তি বাজেয়াপ্ত। সরবেড়িয়া, সন্দেশখালি, কলকাতায় শেখ শাহজাহানের সম্পত্তি বাজেয়াপ্ত। শেখ শাহজাহানের ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করল ইডি ।
WB News Live : বাংলায় রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জাতীয় মহিলা কমিশনের
বাংলায় রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জাতীয় মহিলা কমিশনের । রাষ্ট্রপতির কাছে দেখা করে সন্দেশখালি নিয়ে রিপোর্ট পেশ । রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জাতীয় মহিলা কমিশনের।
WB News Update : 'জানি না কোন ধরনের পরিবার থেকে এসেছেন', অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিশানায় কল্যাণ
'কুমন্তব্যের জন্য কুখ্যাত কল্যাণ, সম্ভবত বেড়ে ওঠাতেই সমস্যা'। 'জানি না কোন ধরনের পরিবার থেকে এসেছেন'। বিচারপতি পদে ইস্তফা দিয়েই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিশানায় কল্যাণ। 'প্রমাণিত হল রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছিলেন'। পাল্টা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণে কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
WB News Live : কাল বারাসাতে সভা, ভুবনেশ্বর থেকে কলকাতায় এলেন প্রধানমন্ত্রী
কাল বারাসাতে সভা, আজই কলকাতায় প্রধানমন্ত্রী। ভুবনেশ্বর থেকে কলকাতায় এলেন প্রধানমন্ত্রী। কলকাতায় এসেই গেলেন শিশু মঙ্গল হাসপাতালে । দেখতে গেলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দকে। কাল একাধিক প্রকল্পের উদ্বোধন, বারাসাতে জনসভা।