West Bengal News Live: গুলশন কলোনিতে দুষ্কৃতীদের তাণ্ডব, নিউ দিল্লি থেকে অবশেষে গ্রেফতার মিনি ফিরোজ
WB News Live: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।
LIVE

Background
গুলশন কলোনির পর চারু মার্কেট। মহালয়ার সকালে চারু মার্কেটে জিমে চলল গুলি। জিমের মালিককে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি। হেলমেট ও রেন কোট পরে চড়াও ২ দুষ্কৃতী।
বেহালার সখেরবাজারে ডেলিভারি বয়কে মার। বাইকে ধাক্কা। সাহায্য করতে গেলে মারধর। পলাতক অভিযুক্ত দুই প্রোমোটার। থানায় অভিযোগ দায়ের।
কসবাকাণ্ডের চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য। নির্যাতিতা অসুস্থ, মাথায় আঘাত জেনেও হাসপাতালে নেওয়া হয়নি। হকিস্টিক দিয়ে মারার চেষ্টা হয়েছিল। চার্জশিটে দাবি পুলিশের।
কসবাকাণ্ডে পুলিশের চার্জশিটেও মনোজিৎ প্রভাবশালী। ঘটনার একাধিক ভিডিও করা হয়েছিল। পরে কয়েকটি ভিডিও ডিলিট। মনোজিতের লম্বা হাত, তাই এতো প্রভাব। দাবি চার্জশিটে।
একবালপুরে প্রতিবাদীকে পিটিয়ে খুন। অবশেষে ১৩ দিনের মাথায় গ্রেফতার অভিযুক্ত। নিউটাউন থেকে লালবাজারের গোয়েন্দাদের জালে আমজাদ। অধরা বাকি অভিযুক্তরা।
নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন। চার জনের বিরুদ্ধে এফআইআর। তবু ৩ দিনেও গ্রেফতারি শূন্য। CBI তদন্ত দাবি পরিবারের।
চোপড়ায় চা বাগানে মহিলা চা শ্রমিকের রহস্যমৃত্যু। হাত বাঁধা, গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেহ উদ্ধার। গ্রেফতার ১। কী কারণে মৃত্যু, তদন্তে পুলিশ।
দেবীপক্ষের সূচনায় টালা প্রত্যয়, মুদিয়ালিতে চকষুদানে প্রাণ প্রতিষ্ঠা। শ্রীভূমিতে পরানো হল প্রতিমার গয়না। থিমের সূচনা সুরুচি সঙ্ঘের।
চণ্ডীপাঠে আগমনীর সুর। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। ঘাটে ঘাটে পূর্ব পুরুষদের স্মরণে তর্পণ। নজরদারিতে কলকাতা পুলিশ ও রিভার ট্রাফিক পুলিশ।
তর্পনে উলুবেড়িয়ায় দুর্ঘটনা। তলিয়ে গেল এক কিশোরী। ডুবুরি নামিয়ে তল্লাশি। বাবুঘাটে তর্পণ করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে সবং-এর পুরোহিতের মৃত্যু।
মহালয়ায় বাংলায় পোস্ট করে উৎসবের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। সবার জীবন আলোকময় হোক। মা দুর্গার আশীর্বাদ শক্তি, অশেষ আনন্দ ও সুস্বাস্থ্য আনুক। বার্তা মোদির।
দেবীক্ষের সূচনায় পুজোর শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মা দুর্গা সাহস ও আশা জাগিয়ে তুলুন। ঐক্যের শক্তি মনে করিয়ে দিক উৎসবের মরশুম।
West bengal News Live: মহালয়াতেই পুজো মুডে বাংলা
মহালয়াতেই পুজো মুডে বাংলা। কলকাতায় একের পর এক পুজো মণ্ডপের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। চেতলা অগ্রণীতে দেবীর চোখ আঁকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোভাবাজার রাজবাড়ি থেকে একাধিক বারোয়ারি পুজো মণ্ডপে দেবীর চক্ষুদান।
WB News Live: ইকো পার্কের কাছে বেপরোয়া গাড়ির ধাক্কা, মৃত ১ কনস্টেবল
ইকো পার্কের কাছে বেপরোয়া গাড়ির ধাক্কা, মৃত ১ কনস্টেবল। সাইকেলে পেট্রোলিং করছিলেন ১ জন কনস্টেবল ও ১ জন সিভিক ভলান্টিয়ার। ইকো পার্কের কাছে সার্ভিস রোডে পেট্রোলিংয়ের সময় বেপরোয়া গাড়ির ধাক্কা। ১ জন কনস্টেবল, ১ জন সিভিক ভলান্টিয়ার ও ১ জন বাইক আরোহীকে ধাক্কা বেপরোয়া গাড়ির। গাড়ির ধাক্কায় মৃত্যু পুলিশ কনস্টেবলের, মৃতের নাম জ্যোতিষ দেবনাথ। গুরুতর আহত সিভিক ভলান্টিয়ার ও বাইক আরোহী।






















