WB News Live Updates: নবান্নের কন্ট্রোল রুম খোলা, হেল্পলাইন নম্বর দিলেন মমতা
West Bengal News Live Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
LIVE

Background
বরানগরে ভরদুপুরে স্বর্ণ ব্য়বসায়ী খুন! বন্ধ দোকান থেকে হাত-পা বাঁধা দেহ উদ্ধার। লঙ্কার গুঁড়ো ছিটিয়ে লুঠ, ক্রেতা সেজে ঢুকেছিল দুষ্কৃতীরা। এখনও অধরা খুনিরা। (Kolkata News)
বরানগর থানা থেকে এক কিলোমিটার দূরেই নৃশংস হত্য়াকাণ্ড, আতঙ্কে স্থানীয়রা। সিসিটিভি ক্য়ামেরা বন্ধ দেখে সন্দেহ ছেলের, দিল্লি থেকে প্রতিবেশীদের ফোন। ঘটনাস্থলে CP, দ্রুত গ্রেফতারের আশ্বাস।
প্রভাব খাটিয়ে অন্যদের বঞ্চিত করে বেশি শো! রঘু ডাকাত নিয়ে কুণালের পরে এবার নাম না করে ব্রাত্যর নিশানায় দেব। বললেন, "সুপারস্টার হলে অন্যের দল করত...।" (Bratya Basu)
'বাংলা ছবির পাশে দাঁড়ানোর কথা বলে নিজের সিনেমা, এটা চলে না', ব্রাত্য় মুখ খুলতেই ফের দেবের বিরুদ্ধে আক্রমণাত্মক কুণাল। বললেন, "আমার তো ছ'ফুট হাইট নয়, ও ভাল নাচতে পারে!" (TMC MP Dev)
ঈশান কোণে জমতে থাকা মেঘের টুকরো বাড়ায় লড়াইয়ের জেদ। দ্বাদশীতেও ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণালের। আনুগত্যের পরীক্ষা দিয়ে কর্তব্যে অবিচল থাকার বার্তা। (Kunal Ghosh)
রায়গঞ্জ পুর-প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে এবার সরব খোদ তৃণমূল বিধায়ক। কার্নিভাল বয়কটের ডাক! উন্নয়নের বদলে উৎসবে মত্ত থাকার অভিযোগ।
রায়গঞ্জের তৃণমূল বিধায়কের নিশানায় খোদ পুর-প্রশাসন! পাল্টা আক্রমণে দলেরই জেলা নেতৃত্ব। (TMC News)
একদিনে মুর্শিদাবাদে পরপর বিস্ফোরণ। রেজিনগরে নিখোঁজের ক্ষতবিক্ষত দেহ মিলল ১০ কিমি দূরে ভাগীরথির জলে! ডোমকলে নিহত মহিলার স্বামী গ্রেফতার।
টানা চারবছর দেশের মধ্যে নিরাপদতম শহর কলকাতা। এনসিআরবির রিপোর্টকে হাতিয়ার করে আসরে তৃণমূল। এফআইআরও তো হয় না, পাল্টা বিজেপি। (Kolkata Safest City)
সরকার একসঙ্গে জজ-জুরি আর জহ্লাদ হতে পারে না! ভারতের বিচারব্য়বস্থায় আইনের শাসন চলে, বুলডোজারের শাসন নয়, বললেন দেশের প্রধান বিচারপতি। (CJI BR Gavai)
উৎসবের মরসুমেও তৃণমূল-বিজেপি সংঘাতে উত্তপ্ত কোচবিহার। ভেটাগুড়িতে আক্রান্তদের বাড়ি যাওয়ার পথে নিশীথকে ঘিরে গো ব্যাক স্লোগান।
খড়দায় বিসর্জনের শোভাযাত্রায় মত্ত উদ্যোক্তাদের তাণ্ডব, থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ। জামালপুরেও পুলিশের ওপর হামলা।
বিহার-বিধানসভা ভোটে নতুন দায়িত্বে অধীর। লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতাকে বিহারের পর্যবেক্ষক করল কংগ্রেস। বাকি দুই পর্যবেক্ষক অশোক গেহলত ও ভূপেশ বাঘেল। (Adhir Chowdhury)
বিহারে পর এবার কি বাংলায় এসআইআর? প্রস্তুতি খতিয়ে দেখতে লক্ষ্মীপুজোর পরেই কলকাতায় কমিশনের বিশেষ টিম। উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তৃণমূলের।
অস্ত্র ছেড়ে আসতেই হবে মূল স্রোতে, মানতে হবে সরকারের আত্মসমর্পণ ও পুনর্বাসন নীতি।বস্তারে দাঁড়িয়ে মাওবাদীদের হুঁশিয়ারি অমিত শাহের। ওড়ালেন আলোচনার সম্ভাবনা।
জমি মাফিয়াদের তাণ্ডব। জলপাইগুড়িতে পা ভাঙল পুজো উদ্যোক্তার। গুলিও চালানোর অভিযোগ। বিসর্জনকে ঘিরে বীরভূমে তৃণমূলের লড়াই, ৪জন আহত।
আজ রেড রোডে কার্নিভাল। অংশ নেবে একশো ষোলোটা পুজো কমিটি। প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যসচিব ও পুলিশ কমিশনার।
সরকারের পুজো কার্নিভালের আগের দিনই বিসর্জনের বদলে 'পরিবর্তন যাত্রা' সজলের। সন্তোষ মিত্র স্কোয়ারের শোভাযাত্রায় একসঙ্গে হাঁটলেন শমীক-শুভেন্দু-সুকান্ত।
দ্বাদশীতেই মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টি। আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা।
বিহার-ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, জল ছাড়ছে ডিভিসি। জলস্তর বৃষ্টি পাওয়ার আশঙ্কায় সতর্কতা। মুখ্যমন্ত্রীর দেড় লক্ষ কিউসেক জল ছাড়ার দাবি খারিজ কেন্দ্রের।
মধ্যপ্রদেশ-রাজস্থানে কাফ সিরাপ খাওয়ার পরেই পরপর শিশুমৃত্যু। বাংলায় বিতর্কিত ওষুধের বিক্রিতে নিষেধাজ্ঞা। তামিলনাড়ুতে ১৯ ধরনের ওষুধ ব্যান।
North Bengal Floods: নবান্নের কন্ট্রোল রুম খোলা, হেল্পলাইন নম্বর দিলেন মমতা
Siliguri Flash Floods: সাত সকালে আচমকা হড়পা বান, শিলিগুড়ির পোড়াঝাড়ে ২০০-র বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত
শিলিগুড়ি সংলগ্ন ১ নম্বর ডাকগ্রামে পোড়াঝাড় গ্রামে আজ ভোরে হড়পা বান। বাঁধ ভেঙে ২০০ টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত। ঘরছাড়া বহু মানুষ। স্থানীয় স্কুলে আশ্রয় ঘরছাড়াদের।






















