West Bengal News Live Updates: নাটকের রাজনীতি করছেন শুভেন্দু অধিকারী: জয়প্রকাশ
Bengali News Live Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
LIVE

Background
জেলায় জেলায় 'মনোজিৎ মডেল'। কলেজে কলেজে নেতাদের চাকরি নিয়ে সরব কল্যাণ। কল্যাণ বললেন, "নেতাদের চাকরি কেন, নেতাগিরিও করবেন, আবার কাজও করবেন।" (Kasba Law College Case)
TMCP করলেই চাকরি? শুধু কসবা নয়, জেলাতেও কলেজে কলেজে মনোজিত মডেলে নিয়োগ। উত্তরপাড়ার পর কাকদ্বীপ, ভাঙড় কলেজ। (TMC News)
প্রাক্তন জেলা পরিষদ সদস্যের ছেলে থেকে প্রধানের স্বামী, প্রাক্তন জিএস। ভাঙড় কলেজে অন্তত ৮ শাসক নেতার চাকরি। সওকত বললেন,
"সবাই মনোজিৎ তা নয়।"
সুুন্দরবন কলেজেও নিয়োগ বিতর্ক। ৭ TMCP নেতা-কর্মীর চাকরি। কর্মী সঙ্কট থাকায় গরিব ছেলেদের নিয়োগ। সাফাই গভর্নিং বডির প্রেসিডেন্ট, তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার।
কসবাকাণ্ডে ফের মুখ খুললেন কল্যাণ। বললেন, "রক্ষকই ভক্ষকে পরিণত হলে কী হবে! রাজনৈতিক নেতারাই এমন করলে, মহিলারা রাজনীতিতে আসবেন কীভাবে।" (Kalyan Banerjee)
তৃণমূলে আছে আরও মনোজিৎ। রাজন্যার ছবি বিকৃতির অভিযোগ নিয়ে মুখ খুললেন ফিরহাদ-কন্যা। প্রিয়দর্শিনী বললেন, "উনি দলকে তো আগে কিছু জানাননি।"
কসবাকাণ্ডে অ্যাকশনে টেকেন রিপোর্টে অসন্তুষ্ট জাতীয় মহিলা কমিশন। পুলিশের ভূমিকায় প্রশ্ন। অর্চনা বলছেন, "সহযোগিতা করছে না,আমরা এই রিপোর্টে একদম খুশি না।"
ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। স্ক্যানারে ঘটনার দিন রাত ৮.২৫ পর্যন্ত ডিউটিতে থাকা ল কলেজের আরও এক নিরাপত্তারক্ষী। মোবাইল ফোন বাজেয়াপ্ত।
বছর পার হতে চললেও এখনও মেলেনি বিচার। ফের রাত দখল ও নবান্ন অভিযানের ডাক।
ফের পথে নামছে অভয়ার পরিবার। পাশের থাকা আশ্বাস শুভেন্দুর। তাঁর কথায়, "আমরা সবাই অংশ নেব।" কুণাল বললেন, "অভয়ার মা-বাবাকে ব্যবহার করা হচ্ছে।" (RG Kar Case)
শমীকের সংখ্যালঘু বার্তার পর হিন্দু ঐক্যের ডাক শুভেন্দুর। বললেন, "প্রাচীর ভাঙতে হবে। না হলে ধুলিয়ান, মহেশতলা হবে। হিন্দুদের একতা গড়তে হবে।" (শুভেন্দু অধিকারী)
বঙ্গ বিজেপি সভাপতি হওয়ার পরে শমীকের মুখে ফের বিসর্জন হুঙ্কার। বললেন, "বাংলায় পরিবর্তন নয়, বঙ্গোপসাগরেই তৃণমূলের বিসর্জন হবে।" (Samik Bhattacharya)
রাজ্য সভাপতি হয়েই দিলীপকে নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা শমীকের। বললেন, "দিলীপ ঘোষ ছিলেন, আছেন, থাকবেন....অন্য কোথাও যেতে পারবেন না।"
কাটোয়ায় বিস্ফোরণে উড়ল বাড়ি। নানুরের বাসিন্দার মৃত্যু, আহত আরও ১। বালিঘাট দখলের লড়াইয়ে বহিরাগতদের এনে বোমা বাঁধার অভিযোগ স্থানীয়দের। (Katwa Blast Case)
কাটোয়ায় বিস্ফোরণ, টার্গেট ছিল তৃণমূলের পার্টি অফিস? বিস্ফোরক বিধায়ক। রবীন্দ্রনাথের বক্তব্য, "ওদের লক্ষ্য তো আমরাই। আমার উপরে হামলা হতে পারে।"
বর্ধমানে পুকুর ভরাট ও বেআইনি নির্মাণ নিয়ে দলেরই একাংশকে বার্তা তৃণমূল পুরপ্রধানের। পরেশ জানালেন, পুকুর ভরাট করা যাবে না। নেতা হন আর কর্মী হন, একটু লাগাম টানুন।
কোচবিহারে তৃণমূল নেতাকে গুলি, বিজেপি বিধায়ক-পুত্র গ্রেফতার।
এবার বিজেপির নতুন রাজ্য সভাপতির দ্বারস্থ চাকরিহারারা। তাঁদের বক্তব্য, "আমাদের হয়ে পথে নামুক বিজেপি।" শমীক বলছেন, "আমরা চাকরিহারাদের পাশে আছি।"
ব্যারাকপুরের হাসপাতালে শাসানি। কৌস্তভ বাগচিকে মঙ্গলবার ফের তলব পুলিশের। এক সপ্তাহ সময় চেয়েছিলাম, যাব কিনা ভেবে দেখব, বললেন কৌস্তভ।
রেজিস্ট্রেশনের পর এবার সদস্যপদ। বিদেশি ডিগ্রি বিতর্কে আইএমএ কলকাতা শাখায় ২ বছরের জন্য সাসপেন্ড। সম্মানহানির চেষ্টা, যোগ্য জবাব পাবে, চ্যালেঞ্জ শান্তনুর।
২০ বছর পর একফ্রেমে উদ্ধব-রাজ ঠাকরে। মুম্বইয়ে মারাঠি দিবসের অনুষ্ঠানে হাজির এক মঞ্চে। 'মিলিয়ে দিলাম, আশীর্বাদ করুন বালাসাহেব', খোঁচা ফড়নবীশের।
অবিশ্বাস্য শুভমন! বার্মিংহামে দ্বিতীয় ইনিংসেও সেঞচুরি! ইংরেজদের সামনে ৬০৮ রানের পাহাড় প্রমাণ টার্গেট। টিম ইন্ডিয়া আর জয়ের মধ্যে ফারাক ৭ উইকেটের।
ভোট-অনিশ্চয়তার মধ্যে পিছিয়ে গেল ভারত-বাংলাদেশ সিরিজ। অগাস্টের বদলে ২০২৬-এর সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে শুভমনরা। খেলবেন ওয়ান ডে, টি-২০ সিরিজ।
লর্ডসে বাবা-মেয়ের শো! মেয়ের অফিসের অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়। সঞ্চালকের ভূমিকায় সানা। মেয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন মহারাজ।
TMC News: নাটকের রাজনীতি করছেন শুভেন্দু অধিকারী: জয়প্রকাশ
নাটকের রাজনীতি করছেন শুভেন্দু অধিকারী। পাল্টা আক্রমণ জয়প্রকাশ মজুমদারের।
Kalyan Banerjee: 'নেতারা এমন করলে মহিলারা রাজনীতিতে আসবেন কী করে'? কসবাকাণ্ডে কল্যাণ
কসবাকাণ্ডে ফের মুখ খুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 'রক্ষকই ভক্ষকে পরিণত হলে কী হবে! জঘন্যতম অপরাধ, এদের ফাঁসি হওয়া উচিত। রাজনৈতিক নেতারাই এমন করলে, মহিলারা রাজনীতিতে আসবেন কীভাবে', কসবাকাণ্ডে মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ।






















