West Bengal News LIVE Updates: কৃষ্ণনগর-কাণ্ডে নির্যাতিতার ময়নাতদন্তে হাড়হিম করা তথ্য, জীবিত অবস্থাতেই তরুণীর গায়ে আগুন?
West Bengal News Updates LIVE: রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
LIVE
Background
বিচার যখন প্রহসন, লড়াই তখন আমরণ। ১০ দফা দাবি আদায়ে আজ এই স্লোগানকে সামনে রেখে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে নামছেন জুনিয়র ডাক্তাররা। ধর্মতলা থেকে ম্যাটাডোরে করে শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিলি এবং গণ স্বাক্ষর সংগ্রহ করবেন তাঁরা। বেলা ১২টা থেকে শুরু হবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের এই গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি।
আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই কৃষ্ণনগরে সকুলছাত্রীকে গণধর্ষণের পর অ্যাসিড ঢেলে পুড়িয়ে খুনের অভিযোগ। এসপি অফিসের কাছেই উদ্ধার দেহ। গ্রেফতার প্রেমিক।
পুলিশে অনাস্থা, সিবিআই তদন্ত দাবি পরিবারের।
কৃষ্ণনগরকাণ্ডে গণধর্ষণ, খুন, অ্যাসিড হামলার ধারায় মামলা পুলিশের। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের দাবিতে, কোতোয়ালি থানায় বিক্ষোভ বাম-কংগ্রেসের।
খুন করে নদীর চরে দেহ! রক্তের দাগ দেখে বালি খুঁড়ে উদ্ধার অজ্ঞাতপরিচয় মহিলার দেহ। চাঞ্চল্য পুরুলিয়ার বরাবাজারে। কেন, কীভাবে খুন? ঘনীভূত রহস্য।
আর জি কর-কাণ্ডের মধ্যেই লক্ষ্মীপুজোর দিন জোড়া খুন। কোথায় নারী নিরাপত্তা? কার্নিভালে নাচে ব্যস্ত মুখ্যমন্ত্রী, পদত্যাগের দাবি সুকান্তর। উন্নাও, হাথরস প্রসঙ্গ টেনে পাল্টা কুণাল।
WB News Live: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের নৌ-বাহিনীর হাতে আটক হল ভারতীয় মৎস্যজীবীদের দুটি ট্রলার
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের নৌ-বাহিনীর হাতে আটক হল ভারতীয় মৎস্যজীবীদের দুটি ট্রলার। FB বাসন্তী ও FB জয় জগন্নাথ নামে দুটি ট্রলারে ৩১ জন মৎসজীবী রয়েছেন। সকলেই কাকদ্বীপের বাসিন্দা। তাঁদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় পটুয়াখালি মৎস্য বন্দরে। কাকদ্বীপ মৎস্যজীবী সংগঠন জানিয়েছে, এই সময় বাংলাদেশের জল সীমানায় গভীর সমুদ্রে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। ভারতীয় ট্রলার দুটি ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর নজর এড়িয়ে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জল সীমানা পার করে বাংলাদেশে ঢুকে পড়ে। আটক মৎস্যজীবীদের দেশে ফেরানো নিয়ে দু’ দেশের মধ্যে প্রশাসনিক স্তরে কথাবার্তা চলছে বলে জানানো হয়েছে।
RG Kar News Live: সিনিয়র চিকিৎসকদের ৭টি সংগঠনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক জুনিয়রদের
সিনিয়র চিকিৎসকদের ৭টি সংগঠনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক জুনিয়রদের। সন্ধে ৭ থেকে চলছে বৈঠক, যৌথ আন্দোলনের রূপরেখা ঠিক করতে বৈঠক। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স, আইএমএ বেঙ্গল, সার্ভিস ডক্টর্স ফোরামের সঙ্গে জুনিয়র ডাক্তারদের।বেসরকারি চিকিৎসকদের সংগঠন প্রাইভেট হেলথ প্রফেশনালের সঙ্গেও বৈঠক জুনিয়র ডাক্তারদের।
RG Kar Protest: সমস্যার সমাধান করতে হবে, আর জি কর কাণ্ডের আবহে মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের
'এটা কোনও প্রতিদ্বন্দ্বিতা নয়, কে জিতল, কে হারল তা নয়, সমস্যার সমাধান করতে হবে। আগেকার জনসমর্থন আর এখনকার জনসমর্থনের মধ্যে পার্থক্য আছে', আর জি করকাণ্ডের আবহে মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।
West Bengal News Live: ফের হুঁশিয়ারি দিল্লির রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের
আর জি কর-কাণ্ডে বিচার-সহ ১০ দফা দাবিতে অনশনে জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের পাশে দিল্লির রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। 'সরকার ১০ দফা দাবি না পূরণ করলে বৃহত্তর আন্দোলন'। ফের হুঁশিয়ারি দিল্লির রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের।
West Bengal LIVE News Updates: এমবিবিএসে ভর্তিতে এখনও সক্রিয় দুর্নীতি চক্র?
এমবিবিএসে ভর্তিতে এখনও সক্রিয় দুর্নীতি চক্র? কেপিসি-তে সুযোগ পাইয়ে দেওয়ার নামে ৪৮ লক্ষ টাকা নিয়ে প্রতারণায় অভিযুক্তকে অপহরণ। উদ্ধার বেলদা থেকে। গ্রেফতার ৪।