West Bengal News LIVE Updates: "চাকরি হারাদের এই অবস্থার জন্য দায়ী মুখ্যমন্ত্রী", তোপ সুকান্ত মজুমদারের
West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...
LIVE
Background
কলকাতা: "চাকরি হারাদের এই অবস্থার জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।" সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় নিয়ে মন্তব্য করতে গিয়ে একথা বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তিনি।
WB Weather Update: মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের তিন জেলায়
মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলা ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে। সোমবার এই পূর্বাভাসই দেওয়া হল আবহাওয়া দফতরের তরফে। তবে বুধবার থেকে ফের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে বলে সতর্ক করেছে তারা.
SSC Recruitment News: "আদালত অবমাননার মামলা করবে, আমি তৈরি," হাইকোর্টকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রায়দানের পরেই চাকুলিয়ার সভা থেকে হাইকোর্টকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিচারালয় বলে কটাক্ষ করার সঙ্গে সঙ্গে তীব্র আক্রমণ করে তিনি বলেন, "বিজেপির লোকেদের বসিয়েছে, জেলে পাঠাবেন? কী করবে আদালত অবমাননার মামলা করবে? আমি তৈরি।"
West Bengal LIVE News Updates: বিমান বসুর দুয়ারে বিজেপি প্রার্থী তাপস রায়
সোমবার বামফ্রন্ট চেয়ারম্যানের সঙ্গে দেখা করলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফ্ফর আহমেদ ভবনে গিয়ে বিমান বসুর সঙ্গে প্রায় ১৩ মিনিট কথা বলেন তিনি। গত ৬ মার্চ বিজেপির দফতরে গিয়ে পদ্মশিবিরে নাম লিখিয়েছিলেন তাপস রায়। লোকসভা ভোটে তাঁকে কলকাতা উত্তর কেন্দ্রে প্রার্থীও করেছে বিজেপি। সোমবার সেই তাপস রায়ই আবার পৌঁছে গেলেন আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের দফতরে। না, কোনও দলবদল নয়। এবার ভোট চাইতে প্রতিপক্ষের দুয়ারে গেলেন বিজেপি প্রার্থী।
SSC Recruitment News: অতিরিক্ত পদ তৈরি করে চাকরি চুরি হয়েছে, পর্যবেক্ষণ হাইকোর্টের
অতিরিক্ত পদ তৈরি করে চাকরি চুরি করা হয়েছে। সোমবার শিক্ষক দুর্নীতি মামলার রায় দিতে গিয়ে একথাই জানায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অযোগ্যদের আড়াল করতে মরিয়া চেষ্টা করেছিল মন্ত্রিসভা। প্রয়োজনে সিবিআই তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ।
SSC Recruitment News: হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের সঙ্গে সুপ্রিম কোর্টে যাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ ও এসএসসি
কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের সঙ্গে সুপ্রিম কোর্টে যাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ ও এসএসসি। কারও চাকরি যাবে না বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফেও। এদিকে যাঁরা দুর্নীতি করেছেন তাঁরা সীমাহীন অপরাধ করেছে বলে পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়ে পুরো দোষ চাপাতে চেয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।