West Bengal News Live : 'কুকথা বলে জেতা যায় না, হিরণ এটা জানে না' তোপ দেবের
Loksabha Election 2024 : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর , এক নজরে।
LIVE

Background
West Bengal News Live : পঞ্চম দফার আগে প্রচারে এসে ফের অমিত শাহের নিশানায় মমতা
পঞ্চম দফার আগে প্রচারে এসে ফের অমিত শাহের নিশানায় মমতা। কাউকেই ছাড় নয়, অভিযুক্তদের জেল যাওয়া সময়ের অপেক্ষা বলে হুঙ্কার।
WB News Live Updates: তিন মাস পরে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের কথা বলছে বিজেপি, আক্রমণে মমতা
তিন মাস পরে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের কথা বলছে বিজেপি, আক্রমণে মমতা। অভিযোগ ওড়ালেন অমিত শাহ।
West Bengal News Live : মা উড়ালপুলে চলন্ত গাড়িতে আগুন
মা উড়ালপুলে চলন্ত গাড়িতে আগুন। পার্ক সার্কাস থেকে বাইপাসের দিকে যাওয়ার সময় ৪ নম্বর ব্রিজের কাছে গাড়িতে আগুন। অল্পের জন্য রক্ষা পেলেন চালক সহ ৩ জন। অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত হয় যান চলাচল।
WB News Live Updates: কয়লা পাচারকাণ্ডে আসানসোল কোর্টে অনুপ মাঝি ওরফে লালার জামিন
কয়লা পাচারকাণ্ডে আসানসোল কোর্টে অনুপ মাঝি ওরফে লালার জামিন। আপাতত ছাড়তে পারবেন না নিতুড়িয়া, তদন্তে সিবিআইকে সহযোগিতার নির্দেশ।
West Bengal News Live : ফের একবার সংঘর্ষে জড়ালো তৃণমূল এবং ISF
ফের একবার সংঘর্ষে জড়ালো তৃণমূল এবং ISF। সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন তিনজন। তৃণমূলের অভিযোগ পতাকা টাঙানোর সময় ISF এর কিছু স্থানীয় কর্মীরা এসে হামলা চালায় তাঁদের উপর। পাল্টা ISF এর অভিযোগ তৃণমূল কর্মীরা তাঁদের পতাকা ফেলে দেয়। বাড়ি ভাঙচুর করে তাঁদের কর্মীদের। সংঘর্ষের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে হাবড়া থানার পুলিশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
