West Bengal News Live Updates : মমতাকে বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করল কমিশন
West Bengal News Updates : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর
LIVE
Background
কলকাতা : শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমিতে দুষ্কৃতী তাণ্ডব। আবাসিক-রক্ষীদের মেরে প্রায় ৯৫ কাঠা জমি জবরদখলের অভিযোগ উঠল। ভক্তিনগর থানায় করা হল FIR। একদিন পরেও অধরা অভিযুক্তরা! জলপাইগুড়িতেও রামকৃষ্ণ মিশনে হামলার অভিযোগ করলেন প্রধানমন্ত্রী। বললেন, মুখ্যমন্ত্রীর হুমকিতে সাহস বাড়ছে দুষ্কৃতীদের। সাধু-সন্তদের হুমকি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ব্যাঙ্ককে খুশি রাখতে সব সীমা পেরিয়ে যাচ্ছে তৃণমূল। ভোটপ্রচারে বাংলায় এসে ফের আক্রমণ শানালেন মোদি।
তীব্র সমালোচনার মুখে সাধু মন্তব্যের ব্যাখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 'আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, আমি বলেছি দু-একজনের কথা'। যদি ফের মমতা নিশানা করলেন কার্তিক মহারাজকে। বললেন, 'কার্তিক মহারাজ, মুর্শিদাবাদে দাঙ্গার হোতা। বুকে বিজেপির সিম্বল নিয়ে করুন।'
West Bengal News Live : কোলাঘাট, তমলুক থানার আইসি-ওসির সাসপেনশনের দাবি শুভেন্দুর
কোলাঘাটে শুভেন্দুর ভাড়া বাড়িতে পুলিশি হানা। পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে কোলাঘাট থানায় শুভেন্দু। কোলাঘাট, তমলুক থানার আইসি-ওসির সাসপেনশনের দাবি শুভেন্দুর । বাড়িতে কিছু না থাকলে এত রাগ কেন? পাল্টা কটাক্ষ তৃণমূলের
WB News Live : তৃণমূল প্রার্থীর সমর্থনে মিছিল ঘিরে তৃণমূলের সঙ্গে তৃণমূলেরই সংঘর্ষ!
তৃণমূল প্রার্থীর সমর্থনে মিছিল ঘিরে তৃণমূলের সঙ্গে তৃণমূলেরই সংঘর্ষ! হাড়োয়ায় মিছিল নিয়ে তৃণমূল বনাম তৃণমূল, বেশ কয়েকজন আহত।
হাজি নুরুলের সমর্থনে আদি-নব্যের জোড়া মিছিল, মুখোমুখি হতেই হামলা। আদি-নব্যের সংঘাতে লাঠি-বাঁশ-ইট নিয়ে একে অপরের বিরুদ্ধে হামলা
West Bengal News Live : যাদবপুরের সিপিএম প্রার্থীর প্রচারে তুলকালাম, সৃজন ভট্টাচার্যকে গো ব্যাক স্লোগান তৃণমূলের
যাদবপুরের সিপিএম প্রার্থীর প্রচারে তুলকালাম। সৃজন ভট্টাচার্যকে গো ব্যাক স্লোগান তৃণমূলের। পঞ্চসায়র থানা এলাকায় সিপিএম প্রার্থীর রোড শোয়ে বাধা। সৃজনের গাড়ি লক্ষ্য করে ইট, ছেঁড়া হল সিপিএমের পতাকা-ফ্লেক্স। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সিপিএমের।মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের।
West Bengal News Live : যাদবপুরের সিপিএম প্রার্থীর প্রচারে তুলকালাম, সৃজন ভট্টাচার্যকে গো ব্যাক স্লোগান তৃণমূলের
যাদবপুরের সিপিএম প্রার্থীর প্রচারে তুলকালাম। সৃজন ভট্টাচার্যকে গো ব্যাক স্লোগান তৃণমূলের। পঞ্চসায়র থানা এলাকায় সিপিএম প্রার্থীর রোড শোয়ে বাধা। সৃজনের গাড়ি লক্ষ্য করে ইট, ছেঁড়া হল সিপিএমের পতাকা-ফ্লেক্স। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সিপিএমের।মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের।
WB News Live : আগামী পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা
আগামী পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রত্যেকদিন সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে প্রতি ঘন্টা ঝড়ো হাওয়ার সম্ভাবনা। কয়েক জায়গায় আবার কালবৈশাখী ঝড় দেখার সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া পূর্ব বর্ধমানের সাথে গোটা দক্ষিণবঙ্গের আজ কমলা সতর্কতা দেওয়া আছে।