West Bengal News Live Updates: নিষেধাজ্ঞা না মেনে দিঘির ওপর তৈরি প্যান্ডেল, হুড়মুড়িয়ে ভেঙে জলে পড়লেন শতাধিক
West Bengal News Live Updates: নিষেধাজ্ঞা না মেনে দিঘির ওপর তৈরি প্যান্ডেল, হুড়মুড়িয়ে ভেঙে জলে পড়লেন শতাধিক।

Background
সৌভিক মজুমদার, কলকাতা: মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রিতে দুর্নীতির অভিযোগের তদন্তভার কি এবার CBI’র হাতে যেতে চলেছে? আদালত নির্দেশ দিলে তদন্তে আপত্তি নেই বলে হাইকোর্টে জানাল সিবিআই। ১৬ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর করা জনস্বার্থ মামলায় নতুন মোড়। আদালত নির্দেশ দিলে তদন্ত করতে প্রস্তুত। কলকাতা হাইকোর্টে অবস্থান জানাল CBI।
২০১৭ সালে মেট্রো ডেয়ারির শেয়ার সস্তায় বিক্রির অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন অধীর চৌধুরী। সিবিআই তদন্তের আবেদন জানান তিনি। ১৯৯১ সালে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা PPP মডেলে তৈরি হয় মেট্রো ডেয়ারি লিমিটেড। এর মধ্যে রাজ্য সরকারের তরফে ওয়েস্টবেঙ্গল মিল্ক প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের ৪৭ শতাংশ মালিকানা ছিল। বেসরকারি সংস্থা কেভেন্টার অ্যাগ্রোর ৪৩ শতাংশ এবং ন্যাশনাল ডেয়ারি ডেভলপমেন্ট বোর্ডের ১০ শতাংশ মালিকানা ছিল। ন্যাশনাল ডেয়ারি ডেভলপমেন্ট বোর্ড আগেই তাদের অংশীদারিত্ব কেভেন্টার অ্যাগ্রোর হাতে তুলে দিয়েছিল। ২০১৭ সালে রাজ্য সরকারও তাদের শেয়ার কেভেন্টারের হাতে তুলে দেয়।
আর এখানেই দুর্নীতি হয়েছে বলে অধীর চৌধুরীর আভিযোগ। তাঁর দাবি, মেট্রো ডেয়ারির ৪৭% শেয়ার ছিল রাজ্য সরকারি সংস্থা দুগ্ধ ফেডারেশনের হাতে। সেই ৪৭% শেয়ার ৮৫ কোটি টাকায় বিক্রি করা হয় বেসরকারি সংস্থা কেভেন্টারকে। কিন্তু এর কিছু দিনের মধ্যেই, মেট্রোর ১৫% শেয়ার ১৭০ কোটি টাকায় সিঙ্গাপুরের একটি প্রাইভেট ইকুইটি ফান্ডকে বিক্রি করে দেয় কেভেন্টার। দেখা যায়, কেভেন্টার যে দরে শেয়ার বেচেছে, রাজ্য সরকার তা পেলে কোষাগারে ৫০০ কোটি টাকা আসত। অর্থ্যাৎ, রাজ্য সরকার যে টাকায় বেসরকারি সংস্থাকে শেয়ার বেচেছিল, অংশবিশেষ হাত বদল করে ওই বেসরকারি সংস্থা তার চেয়ে বেশি লাভ তুলেছে। এই দাবি করেই শেয়ার হস্তান্তরে দুর্নীতির অভিযোগে মামলা করেন অধীর চৌধুরী।
এই মামলায় এদিন কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের তরফে জানানো হয়, আদালত নির্দেশ দিলে তারা তদন্ত করতে প্রস্তুত। এরপরেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ১০ ডিসেম্বরের মধ্যে সবপক্ষকে তাদের অবস্থান জানাতে বলে।
অধীর চৌধুরীর অভিযোগের প্রেক্ষিতে ২০১৭ সাল থেকে মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তর মামলায় তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় রাজ্যের বর্তমান মুখ্যসচিব ও তৎকালীন অর্থসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, প্রাণিসম্পদ বিকাশ দফতরের তৎকালীন সচিব বি পি গোপালিকা-সহ চার IAS অফিসারের বয়ান রেকর্ড করেছে ED। এছাড়াও, কেভেন্টারের মালিক মায়াঙ্ক জালান ও এক তৃণমূল নেতারও বয়ান রেকর্ড করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।
West Bengal News Live Updates: রাজ্যে জ্বালানীতে ভ্যাট কমানোর দাবীতে শ্রীরামপুর স্টেশন চত্বরে অবস্থান বিক্ষোভ বিজেপির
রাজ্যে জ্বালানীতে ভ্যাট কমানোর দাবীতে শ্রীরামপুর স্টেশন চত্বরে অবস্থান বিক্ষোভ বিজেপির।সেখানে উপস্থিত হয়ে শমীক ভট্টাচার্য বলেন, হাওড়া কলকাতায় যদি নির্বাচন হতে পারে বিধাননগর শিলিগুড়িতে কেন নয়? আমরা সব পুরসভায় একসঙ্গে ভোট চেয়ে আদালতে গেছি।রাজ্যে একশ কুড়িটার বেশি পুরসভায় নির্বাচন হয়নি।ভবানীপুরে যদি উপ নির্বাচন হতে পারে তাহলে পুরসভাগুলোতে কেন হতে পারেনা? আসলে দখলদারী ভোট লুটের ভোটের একটা পরিকল্পনা করা হয়েছে। এই সরকার দখলদারী রাজনীতি বিশ্বাস করে।গণতন্ত্রের প্রথমিক শর্ত বিরোধীতার অধিকার তাতে এই সরকারের কোনো আস্থা নেই। কয়লা তো কেন্দ্রের মাটির তলার কয়লা নরেন্দ্র মোদি তৈরী করেননি মমতা বন্দ্যোপাধ্যায় ও তৈরী করেননি। অধিগ্রহণের টাকা দেবে কেন্দ্র পরিকাঠামো তৈরী করবে কেন্দ্র। ওটা কোল ইন্ডিয়ার প্রজেক্ট আর মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন রাজ্যে শিল্পায়ন হচ্ছে। একটা শিল্প রাজ্যে আসছে না ছেড়ে চলে যাচ্ছে।
WB News Live Updates: পেট্রোল-ডিজেলের ভ্যাট কমানোর দাবিতে বালুরঘাটে বিক্ষোভ
রাজ্য সরকারের পক্ষ থেকে পেট্রোল-ডিজেলের ভ্যাট কমানোর দাবিতে বুধবার বালুরঘাট শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। বালুরঘাট শহরের হিলি মোর পেট্রোল পাম্পের সামনে এই বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপি কর্মীদের দাবি কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের দাম কমিয়েছে কিন্তু পশ্চিমবজ্ঞ সরকার এখনো পেট্রোল ডিজেলের উপর ভ্যাট কমায়নি।পশ্চিমবঙ্গ সড়কে পেট্রোল ডিজেলের উপর থেকে সেই ভ্যাট কমানোর জন্য এদিন তারা বিক্ষোভ দেখান।এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন, বিজেপির রাজ্যে সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বোস,বিজেপি নেতা রঞ্জন মন্ডল, বালুরঘাট টাউন মন্ডল সভাপতি সুমন বর্মন,সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।






















