West Bengal News Live Updates: 'যে পুজো কমিটিগুলি গত বছর নির্দিষ্ট সময়ে রাজ্যের অনুদানের হিসাব পেশ করেছে, তারাই এবছর অনুদান পাবেন', পুজো অনুদান মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
দুর্নীতি ইস্যুতে প্রধানমন্ত্রীকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। এখনও কী করে ক্ষমতায় তৃণমূল, পাল্টা বিজেপি।
জীবনকৃষ্ণ সাহার ছবি দেখিয়ে আক্রমণ শুভেন্দুর। বিজেপিও একসময় শুভেন্দুর ভিডিও দেখিয়েছিল, পাল্টা কুণাল।
চাকরি বিক্রির এজেন্ট হিসেবে কাজ শুরু করেন, বিধায়ক হয়ে ঘুষের চাকরির নেটওয়ার্ক বানিয়েছিলেন। বড়ঞার তৃণমূল বিধায়ক নিয়ে বিস্ফোরক দাবি ইডির।
লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অযোগ্যদের সরকারি চাকরি। চাকরি না পেয়ে টাকা ফেরত চাইলে গ্রেফতারির হুমকি জীবনকৃষ্ণের। নবম-দশমে নিয়োগ দুর্নীতি তদন্তে দাবি ইডির।
২০১৯ থেকে ২০২১ সাল। তিন বছরে শাসক বিধায়ক ও তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে জমা পড়েছিল ৫০ লক্ষ টাকা। টাকার উৎস নিয়ে সদুত্তর মেলেনি জীবনকৃষ্ণের, দাবি ইডির।
টাকা তুলতে জীবনের মতো কালেক্টরদের ছড়িয়ে দিয়েছিল তৃণমূল। আক্রমণ শুভেন্দু অধিকারীর। দুর্নীতিগ্রস্তদের নিয়োগ করে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই প্রধানমন্ত্রীর, পাল্টা পোস্ট তৃণমূলের।
বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভার তাল কাটল, চলাকালীন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের প্ল্যাকার্ড হাতে নিয়োগের দাবি। চাকরিপ্রার্থীদের সঙ্গে পরে কথা পুলিশের।
এসএসসি গ্রুপ সি মামলায় আদালতের নির্দেশে সুবীরেশ ভট্টাচার্য, পঙ্কজ বনশল-সহ ৫ জনের ভয়েস স্যাম্পল নিল CBI। ভিডিও ফুটেজের সঙ্গে মেলাতে কালই পাঠানো হবে ফরেন্সিকে।
নিয়োগ চেয়ে ফের পথে চাকরিপ্রার্থীরা। মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও মেলেনি চাকরি। পথে ২০১৪ ও ২০১৭ টেট উত্তীর্ণরা। প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ।
প্রধানমন্ত্রীর বাংলা সফর নিয়ে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
নরেন্দ্র মোদিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা আক্রমণ বঙ্গ বিজেপির।
নির্বাচন কমিশনকে আক্রমণ মমতার। রাজ্য নির্বাচন কমিশনার কুমোরটুলির অসুর, পাল্টা বিজেপি।
বিহারের মধুবনিতে ভোটার অধিকার যাত্রা রাহুল-প্রিয়ঙ্কা গান্ধীর। চোর ধরা পড়ে নিশচুপ হয়ে গেছে। জাতীয় নির্বাচন কমিশনকে ফের আক্রমণ লোকসভার বিরোধী দলনেতার।
নির্বাচন এলেই এনআরসি, ভোটার লিস্ট থেকে নাম কাটার চেষ্টা। নির্বাচন কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, এসআইআর হবেই, পাল্টা গেরুয়া শিবির।
মৃত্যু হলেও তালিকায় নাম। বসিরহাটে একটি বুথে মিলল ৩২ জন ভূতুড়ে ভোটার। ডেথ সার্টিফিকেট জমা দিলেও কাটেনি নাম, দাবি পরিবারের। স্বীকার পুরসভার চেয়ারম্যানের।
শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে ফের গ্রেফতার বাংলাদেশি। SSB-র হাতে পাকড়াও। উদ্ধার জাল আধার কার্ড, ১৪টি মোবাইল ফোন ও সিম কার্ড।
ফের বাংলার অপমান ও বাঙালি হেনস্থার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী।
টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা। পিছনোর দাবিতে আসরে কলেজ অধ্যক্ষদের সংগঠন। পরীক্ষা হবে নির্দিষ্ট দিনেই, সিদ্ধান্তে অনড় উপাচার্য।
খেজুরিকাণ্ডে দুই বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের। সিবিআইকে তদন্তভার দিলেই গ্যালারি শো হয়ে যাবে। পর্যবেক্ষণে জানিয়েছিল হাইকোর্ট।
পুলিশের অনুমতি না নিয়ে মিছিলের অভিযোগ। ১০ মাস আগের মামলায় আর জি কর আন্দোলনে যুক্ত ২ চিকিৎসককে তলব পুলিশের। প্রতিহিংসা, অভিযোগ সুবর্ণ গোস্বামী-মানস গুমটার।
মালদার পর পলাশিপাড়া। সকুলে পঞ্চায়েত প্রধানের দাদাগিরি, শিক্ষকদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের। পলাতক তৃণমূল নেতা।
বিভাস অধিকারীর ভুয়ো থানা কাণ্ডের ছায়া এবার ডায়মন্ড হারবারে! রীতিমতো অফিস খুলে ভুয়ো সিবিআই, ইডি-সহ কেন্দ্রীয় আধিকারিক সেজে প্রতারণা, টাকা আদায়। জালে ৫।
এবার মালদার হরিশ্চন্দ্রপুরে। তৃণমূল নেতার নির্দেশে সালিশিতে যুবককে মারধরের অভিযোগ। উদ্ধারে গেলে আক্রান্ত পুলিশ, গাড়ি ভাঙচুর। আহত ৫ পুলিশকর্মী, গ্রেফতার ৫।
দুর্গাপুরে ফের তৃণমূল বনাম তৃণমূল। দেশবন্ধু ভবনে গোষ্ঠীদ্বন্দ্বে ধুন্ধুমারের পর ফের কোন্দল প্রকাশ্যে। এবার কোর কমিটির নেতাকে ঘিরে বিক্ষোভ INTTUC-র একাংশের।
কৃষ্ণনগরে নৃশংস হত্যা, এখনও অধরা অভিযুক্ত। খুনের পরই বন্ধুদের ফোন করে আশ্রয় চায় অভিযুক্ত, খবর পুলিশ সূত্রে। সহপাঠিনীকে খুন করে কোথায় গা ঢাকা দেশরাজের?
দেশরাজের একের পর এক কীর্তি ফাঁস। সহপাঠীকে মারের জেরে বহিষ্কার করেছিল স্কুল। দিদিরও মুখ ফাটিয়েছিল। কৃষ্ণনগরকাণ্ডে অভিযুক্তের একাধিক অপরাধের রেকর্ড, খবর পুলিশ সূত্রে।
কৃষ্ণনগরে কলেজ ছাত্রীকে পরিকল্পিত খুন? আগেই ট্রেনের টিকিট কেটে রেখেছিল দেশরাজ। গোরক্ষপুরে দেশের বাড়ি ফেরার পরিকল্পনা ছিল। খবর পুলিশ সূত্রে।
আনন্দপুরে ৩ রহস্যমৃত্যু। হোটেলে অচৈতন্য অবস্থায় উদ্ধার বার ডান্সার।হাসপাতালে মৃত ঘোষণা। উধাও সঙ্গী। পিকনিক স্পটে উদ্ধার ব্যক্তির ঝুলন্ত দেহ। নোনাডাঙার বাড়িতে মহিলার দেহ উদ্ধার।
বাঁকুড়ার জয়পুরে দুর্ঘটনা। বাইক বাঁক নিতেই সজোরে ধাক্কা দ্রুতগতিতে আসা গাড়ির। দুর্ঘটনার মুহূর্তের ভিডিও ভাইরাল। জখম বাইক চালক ভর্তি হাসপাতালে।
West Bengal News Live: মানকুণ্ডু স্টেশনে হকারদের ট্রেন অবরোধ, ট্রেনে হকারদের ওপর জুলুমের অভিযোগ অবরোধ-বিক্ষোভ
মানকুণ্ডু স্টেশনে হকারদের ট্রেন অবরোধ। ট্রেনে হকারদের ওপর জুলুমের অভিযোগ অবরোধ-বিক্ষোভ। দুপুর ১টা থেকে শুরু হয় ট্রেন অবরোধ, উত্তেজনা মানকুণ্ডু স্টেশনে। শেওড়াফুলি, ব্যান্ডেল ও বালি স্টেশনে আটক বেশকয়েকজন হকার। হকারদের নিঃশর্তে মুক্তির দাবিতে অবরোধ।
WB News Live: রাত পোহালেই TMCP-র প্রতিষ্ঠা দিবস, আগামীকালই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে স্নাতকস্তরের পরীক্ষা
রাত পোহালেই TMCP-র প্রতিষ্ঠা দিবস। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ভিড় জমাচ্ছেন জেলা থেকে আসা TMCP সমর্থকরা। আগামীকালই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে স্নাতকস্তরের পরীক্ষা। পরীক্ষা দেবেন ৩০ হাজার পড়ুয়া। TMCP-র প্রতিষ্ঠাদিবসে কেন পরীক্ষা? হুঁশিয়ারির সুর তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বের। পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় কলকাতা বিশ্ববিদ্যালয়।






















