West Bengal News LIVE: সোমবার চাকরিহারাদের সংগঠনের সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী
West Bengal News LIVE : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

Background
কলকাতা: রামনবমী পালন ঘিরে রাজ্যে প্রতিযোগিতা। বিজেপি-VHP-র একের পর এক মিছিল। সোনাচূড়ায় রামমন্দিরের শিলান্যাস শুভেন্দুর। রাস্তায় তৃণমূলও। নামলেন কুণাল-শতাব্দী।হাওড়ায় VHP-র মিছিলে উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক। কেন গেলেন জানতে চাইব, বলছে তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়িতে গেরুয়া পতাকা নিয়ে মিছিলে তৃণমূল কাউন্সিলর। মালদায় সম্প্রীতির ছবি। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালন। জাতীয় পতাকায় শরীর মুড়ে জয় শ্রীরাম স্লোগান। আজাদ কাশ্মীরের পোস্টার ঢাকা হল জাতীয় পতাকায়।
Kolkata News: ঠাকুরপুকুরে গাড়ি দুর্ঘটনায় গ্রেফতার সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাস
ঠাকুরপুকুরে গাড়ি দুর্ঘটনায় গ্রেফতার সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাস। 'মত্ত' পরিচালকের বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক পথচারী। ঠাকুরপুকুরে বাজারে ঢুকে পথচারীকে পিষে মারল বেপরোয়া গাড়ি। 'মত্ত' পরিচালকের হাতে ছিল স্টিয়ারিং, গাড়িতে ছিলেন আরও ১ জন। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাগানবাড়িতে রাতভর পার্টির পর সকালে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। পরপর পথচারীদের ধাক্কা গাড়ির, মৃত ১, জখম ৫। ধৃত পরিচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু।
Agnimitra Paul: রামনবমীতে অস্ত্র হাতে মিছিল, কী প্রতিক্রিয়া অগ্নিমিত্রার?
এদিন অগ্নিমিত্রা পাল বলেন,'ছোটবেলা থেকে সমস্ত দেবদেবীর হাতে অস্ত্র দেখেছি। যদি সংখ্যালঘুদের মহরমে অস্ত্র নিয়ে মিছিল করার অনুমতি দেওয়া হয়, তাহলে সনাতনী হিন্দুদের অনুমতি দিতে বাধা কোথায়? প্রশ্ন তুললেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। হুঁশিয়ারি দিলেন, মিছিলে বাধা দিলে শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধও হবে।'






















