West Bengal News Live Updates: নিউটাউনে শ্যুটআউট, একজনের মৃত্যু
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE

Background
WB News Live: ডেপুটেশনও দেন জুনিয়র ডাক্তাররা
আর জি কর মেডিক্যালের সেমিনার রুম বিতর্কে নাম জড়ানো অভীক দে-র বিরুদ্ধে বিক্ষোভ এবার বর্ধমান মেডিক্যালে। 'এখনও 'থ্রেট কালচার' চালিয়ে যাচ্ছেন অভীক দে-র অনুগামীরা', অভিযোগ তুলে বর্ধমান মেডিক্যালে বিক্ষোভ চিকিৎসক পড়ুয়াদের একাংশ। গতকালও জেনারেল বডির মিটিংয়ে পড়ুয়াদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আজ মেডিক্যাল কলেজের অধ্যক্ষর কাছে ডেপুটেশনও দেন জুনিয়র ডাক্তাররা।
West Bengal Live Update: রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অন্দর থেকেই উঠছে ভুরি ভুরি অভিযোগ
আর জি কর কাণ্ডের আবহে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অন্দর থেকেই উঠছে ভুরি ভুরি অভিযোগ। বিভিন্ন লবির দাদাগিরি কীভাবে চলে, তা নিয়ে ভাইরাল একের পর এক অডিও।
West Bengal Live: নিউটাউনে শ্যুটআউট, একজনের মৃত্যু
নিউটাউনে শ্যুটআউট, একজনের মৃত্যু। বাইকে এসে গুলি চালিয়ে ২ দুষ্কৃতীর চম্পট। রাত ১০টা নাগাদ গুলি, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে হামলা।
West Bengal Live: ফের রাজপথে মিছিল
আর জি কর কাণ্ডে প্রতিবাদে ফের রাজপথে মিছিল। যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল।
WB News Live: পাটুলিতে আর জি কর কাণ্ডে বিক্ষোভ ঘিরে তুলকালাম
পাটুলিতে আর জি কর কাণ্ডে বিক্ষোভ ঘিরে তুলকালাম। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পাটুলি থানার সামনেই গণ আদালত বসিয়ে বিক্ষোভ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
