West Bengal News Live Updates: বারাসাতে কন্যা সুরক্ষা যাত্রায় উত্তেজনা, শুভেন্দু অধিকারী পৌঁছনোর আগে বিশৃঙ্খলা
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
হাতে মণীষীদের ছবি। ঝাড়গ্রামে ভাষা মিছিলে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভিনরাজ্যে বাংলাভাষীদের ওপর অত্যাচারের প্রতিবাদে সংসদেও সরব তৃণমূল।
কোচবিহারে শুভেন্দু অধিকারীরৃ মিছিলে ধুন্ধুমার, গ্রেফতার ৭। ধৃতরা সবাই তৃণমূলকর্মী, ১ জন TMCP নেতা। ইস্যু উঠল সংসদে। আলোচনার জন্য রাজ্যসভায় নোটিস বিজেপির।
SIR ইস্যুতে আজও তোলপাড় সংসদ। বারবার লোকসভার অধিবেশন মুলতুবি। অধিবেশন মুলতুবি রাজ্যসভাতেও।
কোচবিহারে শুভেন্দু অধিকারীর গাড়ির উপর হামলার পর ফের আক্রান্ত বিজেপি।প্রহৃত বুথ সভাপতি, ১ বিজেপি কর্মী। অভিযুক্ত তৃণমূল, অভিযোগ ওড়াল শাসক দল।
ঝাড়গ্রাম যাওয়ার পথে মেদিনীপুরে আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে মুখ্যমন্ত্রী। ভিড় থাকায় না ঢুকে ভাল করে কর্মসূচি করতে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
মগরার পর এবার বারাসাত, আজ শুভেন্দু অধিকারীর কর্মসূচি। তার আগে সভাস্থলের কাছে তৃণমূলের পতাকা। বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ। ছবি ভাইরাল।
ফুলবাগানে পেট্রোল পাম্পে চড়াও INTTUC নেত্রী। মালকিনকে চড়, দলবল নিয়ে চড়াও হয়ে ম্যানেজারকে মারধর। মুখ্যমন্ত্রীকে খারাপ কথা বলেছিলেন, তাই মেরেছি, সাফাই নেত্রীর।
১০ হাজারে ভুয়ো আধার-রেশন, সাড়ে ৮ হাজারে ভুয়ো এপিক। সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন। রেট চার্ট বানিয়ে বাংলাদেশিদের সঙ্গে কারবার। ধৃত মডেল ও সহযোগীকে জেরায় তথ্য।
রহড়ার ফ্ল্যাটে আনা হয়েছিল বিহারে তৈরি আগ্নেয়াস্ত্র। গুলি কেনা হয়েছিল কলকাতার লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রের দোকান থেকে। অস্ত্রভাণ্ডারকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে।
৯ অগাস্টের নবান্ন অভিযান আটকাতে এবার হাইকোর্টে মামলা। অভিযান হলে জনজীবন স্বাভাবিক থাকতে পারে না, আর্জিতে উল্লেখ। কাল হাইকোর্টে শুনানির সম্ভাবনা।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। নদীর জলস্তর বাড়ার আশঙ্কা। বজ্রপাতে বাঁকুড়ার ইন্দাস, পাত্রসায়রে মৃত ২।
বৃষ্টি কমলেও জলবন্দি সোনারপুরের একাধিক এলাকা। ভ্য়ান-রিকশয় বাড়তি ভাড়া দিয়ে যাতায়াত করছেন অফিসযাত্রীরা। হুগলির পাণ্ডুয়ায় জমা জলে দুর্ভোগ।
West Bengal News Live: ভোটার লিস্টে কারচুপি, ২ WBCS অফিসার-সহ ৫ জনের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ
ভোটার লিস্টে কারচুপি, ২ WBCS অফিসার-সহ ৫ জনের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ। ২ ERO ও ২ AERO-কে সাসপেন্ড করতে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। ২ WBCS অফিসার-সহ ৫ জনের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। দঃ ২৪ পরগনার বারুইপুর পূর্ব ও পূঃ মেদিনীপুরের ময়নার ERO সাসপেন্ড করতে মুখ্যসচিবকে চিঠি কমিশনের। বারুইপুর পূর্বের ERO দেবোত্তম দত্ত চৌধুরীকে সাসপেন্ড করতে মুখ্যসচিবকে নির্দেশ কমিশনের। ময়নার ERO বিপ্লব সরকারকে সাসপেন্ড করতে মুখ্যসচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। বারুইপুর পূর্বের AERO তথাগত মণ্ডল ও ময়নার AERO সুদীপ্ত দাসকে সাসপেন্ড করতে মুখ্যসচিবকে চিঠি কমিশনের। CEO-র পাঠানো রিপোর্টের ভিত্তিতে পদক্ষেপ কমিশনের। ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও FIR দায়েরের নির্দেশ কমিশনের। ভোটার তালিকায় অনিয়ম ও অপরাধমূলক কাজের অভিযোগে FIR দায়েরের নির্দেশ। 'কমিশনের নির্দেশ পালন করে পাঠাতে হবে রিপোর্ট', রাজ্যের মুখ্যসচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের।
WB News Live: ২ ERO, 2 AERO-র বিরুদ্ধে FIR-এর নির্দেশে কড়া নির্বাচন কমিশন
২ ERO, 2 AERO-র বিরুদ্ধে FIR-এর নির্দেশে কড়া নির্বাচন কমিশন। কমিশনের চিঠির জবাব দিতে বাধ্য মুখ্যসচিব, দাবি কমিশন সূত্রে। 'জবাবে সন্তুষ্ট না হলে বা ব্যাখ্যা না পেলে পদক্ষেপ করতে পারে কমিশন', মুখ্যসচিবের বিরুদ্ধেও পদক্ষেপ করতে পারে কমিশন, খবর কমিশন সূত্রে।






















