West Bengal LIVE News Updates: বাংলাভাষীদের উপর অত্যাচারের অভিযোগে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খুলে দিচ্ছে সেনা
West Bengal LIVE News Updates: রাজ্য থেকে জেলার সব খবরের আপডেটস...
LIVE

Background
বাংলাভাষীদের উপর অত্যাচারের অভিযোগে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খুলে দিচ্ছে সেনা। গান্ধীমূর্তির কাছে প্রতি সপ্তাহের শনি ও রবিবার প্রতিবাদ কর্মসূচি দেখায় তৃণমূল কংগ্রেস। প্রতিবাদ কর্মসূচি আয়োজনের অনুমতি নেই, জানাল সেনা। কর্মসূচি আয়োজনের জন্য অনুমতি চাওয়া হয়ছিল, খবর তৃণমূল সূত্রে
SSC News: মা সুন্দরবনের তৃণমূলনেত্রী, SSC-র ‘দাগি’ শিক্ষকদের তালিকায় ১০৬৯ নম্বরে নাম প্রিয়ঙ্কা মণ্ডলের
বাবা প্রাথমিক স্কুলের শিক্ষক, মা সুন্দরবনের তৃণমূলনেত্রী। SSC-র ‘দাগি’ শিক্ষকদের তালিকায় ১০৬৯ নম্বরে নাম প্রিয়ঙ্কা মণ্ডলের। তালিকা প্রকাশের পর সপরিবারে 'উধাও' শাসক নেত্রী। প্রিয়ঙ্কা মণ্ডলদের বাড়ি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে। হেমনগর থানা এলাকার দক্ষিণ যোগেশগঞ্জে তৃণমূল নেত্রী সন্ধ্যা মণ্ডলের মেয়ে প্রিয়ঙ্কা। প্রিয়ঙ্কার বাবা সূর্যকান্ত মণ্ডল হিঙ্গলগঞ্জের একটি প্রাথমিক স্কুলের শিক্ষক।
West Bengal News LIVE: তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খুলে দিচ্ছে সেনা
বাংলাভাষীদের উপর অত্যাচারের অভিযোগে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খুলে দিচ্ছে সেনা। গান্ধীমূর্তির কাছে প্রতি সপ্তাহের শনি ও রবিবার প্রতিবাদ কর্মসূচি দেখায় তৃণমূল কংগ্রেস। প্রতিবাদ কর্মসূচি আয়োজনের অনুমতি নেই, জানাল সেনা। কর্মসূচি আয়োজনের জন্য অনুমতি চাওয়া হয়ছিল, খবর তৃণমূল সূত্রে






















