West Bengal News Live Updates: রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্যে বিরত থাকার নির্দেশ হাইকোর্টের
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE

Background
West Bengal LIVE Blog: বিবাহ বিচ্ছেদের পরে বিয়ে করেও নেই রেহাই, সালিশি-সংক্রমণ এবার মালদার কালিয়াচকে!
বিবাহ বিচ্ছেদের পরে বিয়ে করেও নেই রেহাই। সালিশি-সংক্রমণ এবার মালদার কালিয়াচকে! চুল কেটে, গলায় জুতোর মালা পরিয়ে গ্রাম ঘুরিয়ে মার। গ্রেফতার ১১।
WB News: রাস্তার হাল বেহাল! গলসিতে জেলা পরিষদের অ্যাসিন্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পকেটে স্টোন চিপস পুরে দিলেন সাংসদ!
রাস্তার হাল বেহাল। গলসিতে জেলা পরিষদের অ্যাসিন্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পকেটে স্টোন চিপস পুরে দিলেন সাংসদ!
West Bengal LIVE Blog: বাইকের ধাক্কায় ছাত্রীর মৃত্যু, রণক্ষেত্র জয়নগর
বাইকের ধাক্কায় ছাত্রীর মৃত্যু, রণক্ষেত্র জয়নগর। মৃতদেহ রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। ঘাতক বাইকটি পুড়িয়ে দিল উত্তেজিত জনতা। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের। কাঁদানে গ্যাসের শেল ফাটাল পুলিশ।
WB News: আড়িয়াদহে মা-কলেজ পড়ুয়াকে গণপিটুনি, অভিযুক্তের পুলিশ হেফাজত
আড়িয়াদহে মা-কলেজ পড়ুয়াকে গণপিটুনি, অভিযুক্তের পুলিশ হেফাজত। জয়ন্ত-সহ বাকি ৫ জনের জেল হেফাজতের নির্দেশ ব্যারাকপুর আদালতের।
West Bengal LIVE Blog: 'রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করতে পারবেন না মুখ্যমন্ত্রী', নির্দেশ হাইকোর্টের
'রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করতে পারবেন না মুখ্যমন্ত্রী। অসম্মানজনক এবং ভুল মন্তব্য করতে পারবেন না মুখ্যমন্ত্রী-সহ ৪জন'। মুখ্যমন্ত্রী ছাড়াও কুণাল, সায়ন্তিকা, রেয়াত হোসেনকে নির্দেশ হাইকোর্টের। ১৪ অগাস্ট পর্যন্ত অন্তর্বর্তী নির্দেশ হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
