Kalyan On Suvendu: 'শুভেন্দু সত্যি সত্যিই মার খেলে খুশি হতাম'! বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Kalyan Attacks Suvendu : হাওড়ায় শুভেন্দুকে হেনস্থার অভিযোগ, বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন তৃণমূল সাংসদ ?

কলকাতা: গতকাল হাওড়ার বেলগাছিয়ায় শুভেন্দুকে পুলিশি হেনস্থার অভিযোগ ওঠে। দুর্গতদের দেখতে গিয়ে পুলিশি হেনস্থার শিকার হয়েছেন, বলে অভিযোগ তোলেন তিনি। আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা। এর পাশাপাশি আরও একটি বিস্ফোরক অভিযোগও তুলেছিলেন শুভেন্দু। 'রাজীব কুমার এবং প্রবীণ ত্রিপাঠী, এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য করছে।'! এবার ঘটনার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই পাল্টা নিশানা এল শুভেন্দুর দিকে। তোপ দাগলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'শুভেন্দু এক নম্বর ড্রামাবাজ লোক। ওকে কে মারবে ?! ৬০ খানা সিআইএসএফ ঘিরে থাকে। তারপরেও মারছে। ড্রামাবাজ লোক। নাটক করছে এখন। বাজার খুব খারাপ ওর। শুভেন্দু সত্যি সত্যিই মার খেলে খুশি হতাম'। প্রসঙ্গত, গতকাল হাওড়ার বেলগাছিয়ায় দুর্গতদের দেখতে গিয়ে পুলিশি হেনস্থার শিকার হয়েছেন, বলে অভিযোগ আনেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মূলত ৫ দিনের উপরে ধরে জল নেই, বিদ্যুৎ নেই, বাড়ির দেওয়ালে চওড়া হচ্ছে ফাটল। এরই মধ্যে ভেঙে পড়ল একটি বাড়ি। আতঙ্কের প্রহর গুনছেন হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা। অনেকেই বাড়ি ছেড়ে রওনা দিচ্ছেন নতুন ঠিকানায়। এদিন হাওড়ার বেলগাছিয়ায় পৌঁছে যান বিরোধী দলনেতা। পুরমন্ত্রীর পরে বেলগাছিয়ায় বিরোধী দলনেতা ক্ষতিগ্রস্তদের খাবার পরিবেশন করেন। এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'ঘর না পেলে জানাবেন। ১০০ পরিবারকে ৫ হাজার টাকা দিলাম',বলেন শুভেন্দু।
আরও পড়ুন, মহিলাদের প্রতি বিতর্কিত মন্তব্যের জের, সমালোচনার মুখে পড়েও অনড় দিলীপ, এবার যা বললেন.. !
হাওড়ার জলসঙ্কট মেটাতে বিকল্প পাইপলাইনের কাজ চলাকালীন নামে ধস। মাটি বসে যাওয়ায় একাধিক বাড়ি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে রাস্তায় ফাটল। ৩ দিন ধরে নেই বিদ্যুৎ, মাথার উপর ছাদ হারিয়ে অথৈ জলে এলাকার বাসিন্দারা। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে কাজ চলছে বলে জানিয়েছেন হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান। পাশে থাকার আশ্বাস দিয়েছেন মন্ত্রী অরূপ রায়। আতঙ্কের মধ্যেই রাস্তায় নেমে আসে বহু পরিবার। প্রশাসনের অব্যবস্থার বিরুদ্ধে সরব তাঁরা। সম্প্রতি চলে বিক্ষোভ। একটি স্কুলে রাখার ব্যবস্থা করা হয়েছে তাঁদের। স্থানীয় ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে খাবার। গাড়িতে করে জল দেওয়ার ব্যবস্থা করা হলেও বাসিন্দাদের অভিযোগ তা পর্যাপ্ত নয়। এদিন এলাকা পরিদর্শনে গিয়ে, মন্ত্রী অরূপ রায় দাবি করেন, পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
