West Bengal News Live Updates: 'ডিআই অফিসে কেন গিয়েছেন? রাজনৈতিকভাবে উদ্দেশপ্রণোদিত, পরিকল্পিত', চাকরিহারাদের নিশানা কুণালের
Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

Background
১। দিনে পুলিশের লাঠিপেটা। রাতে এসএসসি ভবনের সামনে চাকরিহারারা। অবস্থান চালিয়ে যাওয়ার হুঙ্কার। পাশে থাকার বার্তা দিয়ে গেলেন অভিজিৎ। (Abhijit Gangopadhyay)
২। কসবায় DI অফিসে ধুন্ধুমার! চাকরি ফেরত চাইতে গিয়ে জুটল মার। শিক্ষকদের ওপর বেধড়ক লাঠিচার্জ পুলিশের। মাটিতে লুটিয়ে পড়লেন চাকরিহারারা। (SSC Scam)
৩। যাঁদের শিক্ষায় শিক্ষিত, সেই শিক্ষকরাই আজ আক্রান্ত। কসবা DI অফিসে গেট টপকে ঢুকতেই মারমুখী পুলিশ। চাকরিহারা শিক্ষককে লাথি মারল পুলিশ। (Kolkata News)
৪। সোমে মুখ্যমন্ত্রীর পাশে, বুধে জুটল পুলিশের মার। চাকরি বাঁচাতে গিয়ে মার খেলেন চাকরিহারারা। (Mamata Banerjee)
৫। চাকরিহারাদের ওপর বেপরোয়া লাঠিচার্জ। রেহাই পেলেন না মহিলারাও।
৬। বিনা উস্কানিতে পুলিশের ওপর হামলা। ২ মহিলা সহ ৬ পুলিশকর্মী আহত। বাধ্য হয়ে হালকা বলপ্রয়োগ, দাবি পুলিশের।
৭। কসবায় পুলিশের লাঠিচার্জ। আইন হাতে তুলে নেওয়ায় পদক্ষেপ।পুলিশের লাথি মারাও ঠিক হয়নি। চাকরিহারাদের পাশেই আছে সরকার। প্রতিক্রিয়া মুখ্যসচিবের।
৮। শিক্ষককে লাথি। মারমুখী পুলিশকর্মীকে সাসপেন্ডের দাবি শুভেন্দুর। বললেন, "লাথি মারা সরকার, আর নেই দরকার। ওই পুলিশকে এখনই সাসপেন্ড করা উচিত।"
৯। শিক্ষকদের পেটাল পুলিশ। প্রতিবাদে আজ শিয়ালদা থেকে রানি রাসমণি পর্যন্ত মিছিলের ডাক চাকরিহারাদের। সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার আহ্বান। শুক্রবার এসএসসি ভবন অভিযান।
১০। কসবার পরে বর্ধমান, ফের পুলিশের হাতে আক্রান্ত চাকরিহারা শিক্ষকরা! DI অফিসে বিক্ষোভ দেখিয়ে জুটল লাঠি!
১১। কলকাতা থেকে জেলা। মালদা, মেদিনীপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বর্ধমানে DI অফিসের সামনে চাকরিহারাদের বিক্ষোভ....তুলকালাম।
১২। কসবা DI অফিসে চাকরিহারাদের মার পুলিশের। প্রতিবাদে বিকাশভবনে শিক্ষামন্ত্রীর কাছে গেলেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
১৩। শিক্ষক পেটাল পুলিশ। দুই সুর তৃণমূলে। ব্রাত্য বললেন, "ডিআই অফিসে গেছিলেন কেন?" হুমায়ুন বললেন, "চাকরিহারাদের ওপর পুলিশের এমন আচরণ সমর্থনযোগ্য় নয়।"
১৪। চাকরিহারাদের পুলিশের লাঠিপেটার প্রতিবাদ। লালবাজারের সামনে বিক্ষোভ বিজেপির। টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলল পুলিশ। লালবাজারে পৌছে ফের বিক্ষোভ।
১৫। আর জি করে ধর্ষণ-খুনের ৮ মাস। চাকরিহারাদের পাশে আরজি করের আন্দোলনকারীরা। পথে নেমে প্রতিবাদ অভয়া মঞ্চের।
১৬। যেভাবে চাকরিহারাদের OMR পোড়ানো হয়েছে, সেভাবেই পুড়িয়ে দেওয়া হয়েছে মেয়ের দেহ। অভিযোগ অভয়ার পরিবারের। অভয়ার মা বললেন, "একটা দুর্নীতি ঘটিয়ে তথ্যপ্রমাণ লোপাট করে দাও। পুড়িয়ে দাও সব কিছু।"
১৭। চাকরি বাতিলকাণ্ডে তোলপাড় রাজ্য। বিরোধীদের পাল্টা পথে শাসক শিবিরও। আজও ব্লকে ব্লকে মিছিল তৃণমূলের।
১৮। কসবায় চাকরিহারাদের পুলিশের লাঠি! অশান্ত জঙ্গিপুরে তাড়া খেয়ে দোকানে আশ্রয় উর্দিধারীদের। সুকান্ত বললেন, "এখানে লাথি মারছে, ওখানে লুঙ্গিবাহিবীর লাথি খেয়ে পালায়।"
১9। জঙ্গিপুরের পর সুতিতেও ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ।
২০। ওয়াকফ-অশান্তির পর থমথমে জঙ্গিপুর। গ্রেফতার ২২। কাল সন্ধে ৬টা পর্যন্ত রঘুনাথগঞ্জ ও সুতিতে ১৬৩ ধারা। বন্ধ ইন্টারনেট।
২১। ওয়াকফ আইনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে মহুয়া। বেআইনি সম্পত্তি বলে কিছু বাজেয়াপ্ত হলে, আর ফেরানো যাবে না। 3C ধারায় স্থগিতাদেশের আর্জি তৃণমূল সাংসদের। ১৬ এপ্রিল শুনানি।
২২। সম্পত্তি কাড়ার অধিকার কারও নেই। ওয়াকঅফ আইন নিয়ে সংখ্যালঘুদের বার্তা মুখ্যমন্ত্রীর। বললেন, "দিদি উইল প্রোটেক্স ইউ অ্যান্ড ইওর প্রপারটি।"
২৩। মুর্শিদাবাদে অশান্তি নিয়ে বিজেপি নিশানা ফিরহাদের। বললেন, "বিজেপি বাংলার শান্ত পরিস্থিতিকে নষ্ট করার চেষ্টা করছে।" সুকান্ত বললেন, "মুর্শিদাবাদে পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায় স্পনসর্ড।"
Sukanta Majumdar: "ফিরহাদ হাকিম মানুষের কষ্ট বোঝেন না," সুকান্ত
ফিরহাদ হাকিমকে নিশানা সুকান্ত মজুমদারের। বললেন, "ফিরহাদ হাকিম মানুষের কষ্ট বোঝেন না। শিক্ষকদের পাশে না থাকতে পারলে অসম্মান করবেন না।"
SSC Scam: 'ডিআই অফিসে কেন গিয়েছেন? রাজনৈতিকভাবে উদ্দেশপ্রণোদিত, পরিকল্পিত', চাকরিহারাদের নিশানা কুণালের
এবার চাকরিহারাদের নিশানা কুণাল ঘোষের। বললেন, 'ডিআই অফিসে কেন গিয়েছেন? রাজনৈতিকভাবে উদ্দেশপ্রণোদিত, পরিকল্পিত। ওটা কী শান্তিপূর্ণ আন্দোলন?'






















