West Bengal News Live Updates: শোভন-রত্না বিবাহ বিচ্ছেদের মামলা গড়াল সুপ্রিম কোর্টে
Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

Background
মধ্যরাতে ফের এসএসসি ভবনের সামনে ধুন্ধুমার। পুলিশকে ঠেলে বের করে দিলেন আন্দোলনকারীরা। (SSC Scam)
কোর্ট বললেই তালিকা, রিভিউ পিটিশন পর্যন্ত অপেক্ষা করার বার্তা শিক্ষামন্ত্রীর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই শিক্ষকদের বেতন। মধ্যরাতে বিবৃতি এসএসসির। (Bratya Basu)
যোগ্যদের তালিকা প্রকাশে সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে তাকিয়ে সরকার। অযোগ্যদের বাঁচানোই উদ্দেশ্য, তালিকা নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ চাকরিহারাদের। (SSC Protests)
বাইরে চাকরিহারা শিক্ষকদের লাগাতার বিক্ষোভ, দফতরের ভিতরে এখনও এসএসসির চেয়ারম্যান। আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন জুনিয়র ডাক্তাররা।
ডেডলাইনই সার। চাকরিহারাদের সঙ্গে বৈঠকে যোগ্যদের তালিকা প্রকাশ করল না এসএসসি। দাবি আদায়ে রাতভর ঘেরাওয়ের হুঁশিয়ারি শিক্ষক-শিক্ষাকর্মীদের। (SSC Case)
ডেডলাইন পার, যোগ্যদের তালিকা কই? প্রশ্ন তুলে এসএসসি ভবনের সামনে অবস্থানে চাকরিহারারা। আজ মহা সমাবেশের ডাক।
থার্ড কাউন্সিল পর্যন্ত যোগ্য বলে ঘোষণার দাবি ঘিরে এসএসসি ভবনে সামনে তুলকালাম। পুলিশের উপর আছড়ে পড়ল চাকরিহারাদের ভিড়!
আলাদা করতেই হবে যোগ্য-অযোগ্য। স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় বিভাজনের কৌশল দেখছেন চাকরিহারা।
চাকরি ফেরত চেয়ে এবার আন্দোলনে শিক্ষাকর্মীরাও। মধ্যশিক্ষা পর্ষদ ঘেরাও করে বিক্ষোভ। ব্যারিকেড ভাঙার চেষ্টা।
কলকাতা থেকে শিলিগুড়ি। চাকরিহারাদের চাকরি ফেরতের দাবিতে এবিভিবির বিক্ষোভে তুলকালাম।
চিহ্নিত হওয়া অযোগ্যদের বেতন ফেরাতে কী পদক্ষেপ? রাজ্য সরকারের কাছে জানতে চাইল হাইকোর্ট। তদন্ত শেষ, ১০দিনে রিপোর্ট, জানাল সিবিআই।
প্রাথমিক থেকে কেন জুনিয়র হাই স্কুলে বদলি? প্রশ্ন তুলে প্রাথমিক শিক্ষা পর্ষদে চড়াও শিলিগুড়ি তৃণমূলের শিক্ষক নেতা।
তৃণমূলের কাউন্সিলর তথা শিক্ষক নেতার চাপের মুখে পিছু হটল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বদলি স্থগিত। এসআইদের কাছে কারণ জানতে চাইলেন চেয়ারম্যান।
জাফরাবাদে বাবা-ছেলেকে কুপিয়ে খুন। সুকান্ত যেতেই কান্নায় ভাঙল পরিবার। (Murshidabad News)
জাফরাবাদ থেকে বেতবোনা, মুর্শিদাবাদের একের পর এক দাঙ্গা বিধ্বস্ত এলাকায় সুকান্ত। চাই বিএসএফের স্থায়ী ক্যাম্প, এনআইএ-একটাই দাবি আক্রান্তদের।
মুর্শিদাবাদকাণ্ডে রাষ্ট্রপতি শাসন চেয়ে সুপ্রিম কোর্টে আইনজীবী। প্রস্তুতি ছাড়াই আবেদন। কোর্টের নির্দেশে প্রত্যাহার। সংশোধন করে ফের আবেদনের পথ খোলা রাখল আদালত।
খুলছে একের পর এক স্কুল। আছে বাহিনী, তাও আতঙ্কে ধুলিয়ান।
রাজ্যপালের অসুস্থতা নিয়েও তৃণমূল বনাম বিজেপি! ((CV Ananda Bose)
মালদা-মুর্শিদাবাদ থেকে কলকাতায় ফিরেই কাঁধে ব্যথা। কমান্ড হাসপাতালে ভর্তি রাজ্যপাল। হৃদযন্ত্রে একাধিক ব্লকেজ। দেখতে গেলেন বিধানসভার স্পিকার-মুখ্যমন্ত্রী। (Mamata Banerjee)
শালবনিতে সৌরভের উপস্থিতিতে জিন্দলদের ১৬০০ মেগাওয়াটের জোড়া তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। ১৫ হাজার মানুষের কর্মসংস্থান।
শিল্প নিয়ে বিরোধীদের আক্রমণের জবাব মুখ্যমন্ত্রীর। বললেন, "অনেকে বলেন, বাংলায় কিছু হয় না, আমরা বলি না, আমরা করে দেখাই।"
'সমালোচনা করুন, অবহেলা নয়'
বিজেপির প্রতিবাদ মিছিল সেরেই তৃণমূলের পার্টি অফিসে। কোচবিহারে বিজেপির মহিলা মোর্চার নেত্রীর জোড়াফুলে যোগদান।
ডোমজুড়ে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন। পরপর বিস্ফোরণ। নেভাতে হিমশিম দমকল। শর্ট সার্কিট থেকেই দুর্ঘটনার দাবি।
পাথুরিয়াঘাটায় কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন। দমবন্ধ হয়ে চারতলার চিলেকোঠাতেই ২ পুরোহিতের মৃত্যু। দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে।
সাতসকালে ফের কলকাতায় পথ দুর্ঘটনা। বাঙুর অ্যাভিনিউয়ে বাইক চালককে পিষে দিল বারাসাত থেকে গড়িয়াগামী সরকারি বাস। আটক বাস চালক।
ফের খড়গপুর IIT-তে ছাত্রের রহস্যমৃত্যু। হস্টেলের ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। মৃত মহারাষ্ট্রের বাসিন্দা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র।
দুর্গাপুরের এনআইটিতে গবেষণাগারে বিস্ফোরণ, আহত অধ্যাপকের মৃত্যু। এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লির সফরদরজং হাসপাতালে নিয়ে গিয়েও হল না শেষরক্ষা।
কেরলে জলপাইগুড়ির পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু। খুন বলে ধূপগুড়ির বাড়িতে গভীর রাতে ফোন, একজনের গ্রেফতারির দাবি। কীভাবে মৃত্যু, এখনও ধোঁয়াশা।
বাগুইআটির ছায়া পুরুলিয়ায়। আয়কর অফিসার, সিআরপিএফ সেজে তল্লাশির নামে লুঠপাটের অভিযোগ। ঝাড়খণ্ড থেকে ২ মহিলা-সহ ৭জন গ্রেফতার।
অক্ষয় তৃতীয়ার আগে একলাখি সোনা। মহারাষ্ট্রে ২৪ ক্যারেটের ১০ গ্রাম পাকা সোনা ৯৯ হাজার ৯৫০। GST মিলিয়ে ১ লক্ষেরও বেশি। কলকাতাতেও লাখ ছুঁইছুঁই।
Bankura News: স্বামী-ছেলেকে দিয়ে পঞ্চায়েত চালালে হবে না, কড়া বার্তা তৃণমূলের অরূপ চক্রবর্তীর
স্বামী-ছেলেকে দিয়ে পঞ্চায়েত চালালে হবে না। এটা করতে দেব না। ঠিকঠাক কাজ না করলে পরের বছর টিকিট চাইলে ঘাড় ধরে
তৃণমূল অফিস থেকে বার করে দেওয়া হবে। যারা ভোটার লিস্টের কাজ ঠিক করে করবে, তারা পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাবে। এমন যেন না হয় যে, ২টো লোকের জন্য গোটা গ্রামের ভোট পেলাম না। বাঁকুড়া শহরে দলীয় কর্মসূচিতে গিয়ে দলীয় নেতা, কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।
বাঁকুড়ার সাংসদ বলেন, জালি মাল দিয়ে চলবে না, তৃণমূলের খেয়ে-পরে যারা দলের কাজ করবে না, তাদের চিনে নিয়ে বাদ দিতে হবে। পঞ্চায়েতে যে লুঠপাট চলছে, তার ভাগ-বাঁটোয়ারার লড়াই, তৃণমূল সাংসদের হুঁশিয়ারিতে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।
Sovan Chatterjee-Ratna Chatterjee: শোভন-রত্না বিবাহ বিচ্ছেদের মামলা গড়াল সুপ্রিম কোর্টে
শোভন-রত্না বিবাহ বিচ্ছেদের মামলা গড়াল সুপ্রিম কোর্টে। রত্না চট্টোপাধ্যায়ের আবেদন গ্রহণ করল সর্বোচ্চ আদালত। '২০১৭ সাল থেকে নিম্ন আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। ৭ জনের মধ্যে এখনও পর্যন্ত মাত্র ২ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। মামলার দ্রুত শুনানি হোক', সুপ্রিম কোর্টে আর্জি রত্নার। বাকি সাক্ষীদের বয়ান নিতে নিম্ন আদালতকে নির্দেশ সুপ্রিম কোর্টের ।






















