West Bengal News Live Updates: 'রাজ্যপালের কাজের সমালোচনা করে যাব, বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন, এটা প্রমাণ করেছেন', বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
WB News Live Updates: সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
রাজ্যপালকে বেনজির আক্রমণ কল্যাণের। রাজ্যপালকে বলুন, বিজেপির ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখেন। সবাইকে বোমা-বন্দুক দিয়ে বলছেন তৃণমূলকে মেরে এসো।
রাজভবনের দরজা খোলা। সবাই এসে দেখুন অস্ত্র আছে কিনা, থাকলে তদন্ত হোক। না হলে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইতে হবে তৃণমূল সাংসদকে। পাল্টা বিবৃতি রাজভবনের।
বিহারের পর এবার বাংলা, জঙ্গলরাজ খতমের ডাক প্রধানমন্ত্রীর। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
বিহারে জয়, পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় মিছিলে উত্তেজনা। দিনহাটা থেকে ডায়মন্ডহারবার। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। অস্বীকার শাসক দলের।
বোমায় ছয়লাপ মুর্শিদাবাদ। দিকে দিকে পুলিশের অভিযান। ১১ দিনে ১৪০০-রও বেশি বোমা উদ্ধার। গ্রেফতার ২০। ২৮টি মামলা রুজু।বারুদের স্তূপে মুর্শিদাবাদ
কাজ বেশি, সময় কম! প্রবল চাপে BLO-রা। শিলিগুড়ি, নদিয়া থেকে মুর্শিদাবাদ, হাওড়া, উত্তর ২৪ পরগনা। জেলায় জেলায় BLO-দের বিক্ষোভ। প্রশিক্ষণ বয়কট একাংশের।
ফর্ম বিলির পর ভোটারদের তথ্য অ্যাপে আপলোড। তার মধ্যেই লাগাতার কাজ শেষের চাপ। অভিযোগ BLO-দের। ERO, AERO-দেরও অ্যাপ ব্যবহারের অনুমতি চেয়ে কমিশনকে চিঠি CEO দফতরের।
কোনও ফেক এন্ট্রি হলেই শাস্তি পেতে হবে বিএলওদের। এসআইআর নিয়ে ফের হুঁশিয়ারি কমিশনের। এখনও ২ জেলায় ফর্ম বিলি সম্পূর্ণ না হওয়ায় ক্ষোভ।
SIR-এর কাজ কোন পর্যায়ে? ফের সরেজমিনে নির্বাচন কমিশন। ১৮ নভেম্বর ফের রাজ্যে ডেপুটি নির্বাচন কমিশনার। DEO, ERO-দের সঙ্গে বৈঠক করবে কমিশনের টিম।
২০০২-এ ভোট দিয়েছেন। তাও নাম নেই আগের SIR তালিকায়। বিপাকে মধ্যমগ্রামের কয়েকজন ভোটার। কমিশনকে চিঠি তৃণমূলের। নিশ্চয়ই সমস্যার সমাধান হবে, দাবি বিজেপির।
SSC-র তালিকা প্রকাশের পর বিতর্ক ! ইন্টারভিউয়ে ডাক পেলেন না চাকরিহারা আন্দোলনকারীদের প্রথম সারির মুখরা। যাঁদের নাম নেই তাঁদের ভবিষ্যৎ কী? প্রশ্ন চাকরিহারাদের।
দিল্লিকাণ্ডের আবহে শ্রীনগরে বিস্ফোরণ। ভস্মীভূত নওগাম থানা। পুলিশকর্মী, ফরেন্সিক অফিসার-সহ ৯ জনের মৃত্যু। ফরিদাবাদে উদ্ধার বিস্ফোরক পরীক্ষার সময় দুর্ঘটনা, দাবি পুলিশের।
থানায় কীভাবে বিস্ফোরণ? বিপুল বিস্ফোরক থাকা সত্বেও কেন বাড়তি সতর্কতা নেওয়া হল না? কার দায়? এত রাতে কেন অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা? শ্রীনগরের ঘটনায় উঠছে প্রশ্ন।
এত বিপুল পরিমাণ বিস্ফোরক হরিয়ানা থেকে কাশ্মীরে আনার কী প্রয়োজন ছিল? নমুনা সংগ্রহ করে বাকিটা কেন আগেই ধ্বংস করে দেওয়া গেল না?
বিস্ফোরণে ধ্বংসতূপ নওগাম থানা। ফরিদাবাদে বাজেয়াপ্ত বিস্ফোরক থানার বাইরে আনার সময় দুর্ঘটনা। শ্রীনগরের ঘটনায় নাশকতার প্রশ্ন ওড়াল স্বরাষ্ট্রমন্ত্রক।
দিল্লি বিস্ফোরণের কয়েকদিনের মধ্যেই শ্রীনগরে থানায় বিস্ফোরণ। এর জবাবদিহি থেকে কেউ পালাতে পারে না। পোস্ট খাড়গের।
দিল্লি বিস্ফোরণকাণ্ডে আটক আরও ২ ডাক্তার-সহ ৩ জন। ন্যাকের অভিযোগের প্রেক্ষিতে আল ফালহা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে জোড়া FIR। ফের ক্যাম্পাসে NIA।
লালকেল্লার সামনে বিস্ফোরণের আগে দিল্লির ওয়াজিরপুরে গেছিল জঙ্গি ডাক্তার। বসেছিল চায়ের দোকানে। কার সঙ্গে দেখা করেছিল? ওয়াজিরপুর শিল্পাঞ্চলে NIA অভিযান। নজরে CC ফুটেজ।
দিল্লি বিস্ফোরণকাণ্ডের মূল চাঁই লুকিয়ে আফগানিস্তানে? ডাক্তার মুজফফর রাথরের খোঁজে গোয়েন্দারা। নেওয়া হবে ইন্টারপোলের সাহায্য়। উঠে আসছে ৩ পাক হ্যান্ডলারের নামও।
দিল্লি বিস্ফোরণের অভিঘাতে কেঁপে উঠেছিল মাটির তলার লালকেল্লা মেট্রো স্টেশনও। প্রকাশ্যে সিসি ফুটেজ।
দত্তাবাদকাণ্ডে জাল গোটাচ্ছে পুলিশ। এবার স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ-খুনে ব্যবহৃত নীল বাতির গাড়ি বাজেয়াপ্ত। খুনের পর এই গাড়িতেই পাচারের চেষ্টা, দাবি পুলিশ সূত্রে।
জতুগৃহ এজরা স্ট্রিট। ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। ভস্মীভূত একাধিক দোকান, ক্ষতিগ্রস্ত পাশে বহুতলও। ঘিঞ্জি এলাকায় সারি সারি দোকান, শিকেয় অগ্নি-সুরক্ষা।
১৫ বছরের মেয়াদ ফুরোলেও বাতিল হবে না বাস। বছরে ২ বার ফিটনেস ও পলিউশন টেস্টে পাস করেই চলবে। নির্দেশ কলকাতা হাইকোর্টের।
কিছুটা কমবে শীতের আমেজ। বুধবার পর্যন্ত ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। বাড়বে কুয়াশার দাপট। পূর্বাভাস আবহাওয়া দফতরের।
WB News Live Updates: খড়দায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে পুলিশের একাংশকে নিশানা করলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়
খড়দায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে পুলিশের একাংশকে নিশানা করলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পুলিশ কার দালালি করছে বুঝতে পারছি না বলে মন্তব্য করেন খড়দার তৃণমূল বিধায়ক ও পরিষদীয় মন্ত্রী। ড্রামাবাজি বলে পাল্টা কটাক্ষ করেছেন শুভেনদু অধিকারী।
West Bengal NewsLive: এবার রাজা রামমোহন রায়কে নিয়ে মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রীর মন্তব্যে বিতর্ক
এবার রাজা রামমোহন রায়কে নিয়ে মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রীর মন্তব্যে বিতর্ক। 'রামমোহন রায় ব্রিটিশদের দালাল ছিলেন। ভারতীয়দের মধ্য়ে বিভেদ সৃষ্টি করেছিলেন রামমোহন রায়', মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী ইন্দর সিংহ পারমারের মন্তব্যে তুমুল বিতর্ক। ইন্দরের মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের। 'যাঁরা ব্রিটিশদের দালালি করেছেন, তাঁরাই রামমোহনকে দালাল বলছেন', পাল্টা আক্রমণ তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর।






















