West Bengal News LIVE Updates: অধীর-জমানার ইতি? বিকল্প প্রদেশ কংগ্রেস সভাপতি খোঁজার প্রক্রিয়া শুরু করল AICC
West Bengal LIVE News: জেলা থেকে রাজ্যের সব খবর দেখুন এক ক্লিকে...

Background
'বাংলাকে ভাগ করার জন্য চক্রান্ত চলছে, একেক জন একেক রকম প্রস্তাব করছে। কেউ বলছে কোচবিহার আলাদা কর, কেউ বলছে মালদা, মুর্শিদাবাদ নিয়ে আলাদা রাজ্য কর। কেন বঞ্চিত জানতে চায় বাংলা, এ নিয়ে সরব হবেন তৃণমূল সাংসদরা। ভোট এলেই বিজেপির মুখে ভাগের কথা, ক্ষমতা থাকলে বিধানসভায় আসুন, ভোটাভুটি হোক। যাঁরা বাংলা ভাগের কথা বলছেন, রাজ্যের মানুষ তা চায় কি না, তা জানতে বিধানসভায় ভোটাভুটি হোক', বিজেপি সরকার আসার পর থেকে সব বন্ধ করে দিয়েছে, বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী।
'উত্তরবঙ্গ থেকে এত আসন জিতেও কিছু দিল না কেন্দ্রীয় সরকার। বন্যার জন্য বিহার টাকা পেয়েছে, অসম পেয়েছে, বাংলা এক টাকাও পায়নি', ওদের লজ্জা নেই, বাংলা ভাগ নিয়ে চিৎকার করছে, বিধানসভায় আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলাকে একটা টাকাও দেওয়া হয় না, নিজেদের সেতু তৈরি করতে হয়েছে, বিধানসভায় মন্তব্য মুখ্যমন্ত্রীর।
West Bengal News LIVE Updates: সম্পর্কে বাধা, প্রেমিকের সঙ্গে মিলে মাকে খুন!
সম্পর্কে বাধা, প্রেমিকের সঙ্গে মিলে মাকে খুন! ঠাকুরপুকুরে চাঞ্চল্যকর অভিযোগ। আটক নাবালক ও নাবালিকা, জেরায় অপরাধ কবুল, দাবি পুলিশের।
West Bengal News LIVE Updates: অধীর-জমানার ইতি? বিকল্প প্রদেশ কংগ্রেস সভাপতি খোঁজার প্রক্রিয়া শুরু করল AICC
অধীর-জমানার ইতি? বিকল্প প্রদেশ কংগ্রেস সভাপতি খোঁজার প্রক্রিয়া শুরু করল AICC, দিল্লিতে ২৩ জন প্রদেশ কংগ্রেস নেতার সঙ্গে বৈঠক AICC-র। AICC-র ডাকা বৈঠকে ছিলেন অধীর চৌধুরীও। 'অধীর চৌধুরী এখন অস্থায়ী সভাপতির দায়িত্বে রয়েছেন', বৈঠকে বলেন পশ্চিমবঙ্গে নিযুক্ত AICC পর্যবেক্ষক। 'ভোটের পরই দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন অধীর চৌধুরী', অধীর চৌধুরীর ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি ।






















