WB News Live Updates: শহরে ফের উচ্চাঙ্গ সঙ্গীতের মহোৎসব
WB News Live Updates: আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরে ঢুকে বহিষ্কৃত ছাত্র নেতার তাণ্ডব। অকথ্য ভাষায় গালাগালি ও খুনের হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল। টিএমসিপির প্রাক্তন ছাত্র নেতার তাণ্ডব ঘিরে তোলপাড়।

Background
অনির্বাণ বিশ্বাস ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: বিশ্ববিদ্যালয়ে (University) নজিরবিহীন ঘটনা। ঘরে ঢুকে উপাচার্যকে (Vice Chancellor) তুই তোকারি করে অকথ্য ভাষায় গালাগালি বহিষ্কৃত ছাত্র নেতার! দেওয়া হয় খুনের হুমকিও! টিএমসিপি-র প্রাক্তন ইউনিট প্রেসিডেন্টের মুখের ভাষা এতটাই অশালীন, যে তা লেখার অযোগ্য। ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়! ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
ঘটনাটি ঘটেছে আলিয়া বিশ্ববিদ্যালয়ে (Aliah University)। বহিষ্কৃত ছাত্রনেতার হুমকি ও অশালীন ভাষার মুখে উপাচার্য মহম্মদ আলি। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, তোলাবাজি, ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি সহ একাধিক অভিযোগে কিছুদিন আগে বহিষ্কার করা হয় গিয়াসউদ্দিন মণ্ডল নামে ওই ছাত্রনেতাকে। বহিষ্কারের কয়েক দিনের মধ্যেই তিন বহিরাগতকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢোকেন তিনি। পিএচডি লিস্টে স্বজনপোষণের অভিযোগ তুলে ঘেরাও করেন উপাচার্যকে। শুরু হয় তাণ্ডব, অকথ্য ভাষায় গালাগালি, হুমকি। এই ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন উপাচার্য। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখান থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে। করেন চাঞ্চল্যকর অভিযোগ। প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত টিএমসিপি-র প্রাক্তন ইউনিট প্রেসিডেন্টের। ঘটনার নিন্দা করে বর্তমান ইউনিট প্রেসিডেন্টের দাবি, এটা টিএমসিপি-র সংস্কৃতি নয়। শিক্ষাঙ্গনে এমন নজিরবিহীন ঘটনার ভাইরাল ভিডিও নিয়ে সমালোচনার ঝড় বিভিন্ন মহলে।
West Bengal News Live Updates: শহরে ফের উচ্চাঙ্গ সঙ্গীতের মহোত্সব
শহরে ফের উচ্চাঙ্গ সঙ্গীতের মহোত্সব। আগামী ১৪ এপ্রিল থেকে কলকাতায় শুরু হচ্ছে দ্য ডোভারলেন মিউজিক কনফারেন্স। এবারের সঙ্গীত সম্মেলনেও প্রবীন-নবীন প্রজন্মের মনিকাঞ্চনযোগ৷ চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।
WB News Live: জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে হয়ে গেল বাউল গান ও রবীন্দ্র সঙ্গীতের যুগলবন্দির এক অনুষ্ঠান
সুতানুটি পরিষদের চোরবাগান আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে হয়ে গেল বাউল গান ও রবীন্দ্র সঙ্গীতের যুগলবন্দির এক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন মনোজ মুরলি নায়ার, মনীষা মুরলি নায়ার, রিনা দাস বাউল, দিবাকর দাস বাউলের মতো শিল্পীরা।






















