West Bengal News Live : ট্রলি ব্যাগে দেহকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, খুনের পরদিন মৃতার অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছিল মা-মেয়ে:পুলিশ
পানাগড়কাণ্ডে এখনও অভিযুক্তরা অধরা। বিচারের দাবিতে ক্ষোভে ফুঁসছে নিহত সুতন্দ্রার পরিবার। বসিরহাটে বেসরকারি নার্সিং কোচিং সেন্টারেই বধূর ঝুলন্ত দেহ।

Background
পানাগড়ের জিটি রোডে ঠিক কী হয়েছিল?
পানাগড়ে গাড়ি উল্টে ২৭ বছরের সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এখনও অধরা রবিবার রাতে সাদা গাড়ির চালকের আসনে বসে থাকা বাবলু যাদবও। তাঁর সঙ্গে গাড়িতে ছিলেন আরও চারজন সঙ্গী। ঘটনার পর বাবলু যাদব কেন পালিয়ে গেলেন, উঠছে সেই প্রশ্নও।
তৃণমূল কাউন্সিলরের যাবজ্জীবন
পানিহাটিতে গণপিটুনিতে হত্যা মামলায় তৃণমূল কাউন্সিলর তারক গুহ ও তাঁর ভাইপো-সহ ৫ জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করল ব্যারাকপুর মহকুমা আদালত। আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন জানানো হবে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, রায়ের কপি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
সাসপেন্ড হলেন চণ্ডীতলার প্রাক্তন IC
হাওড়ায় গুলিকাণ্ডে এবার সাসপেন্ড হলেন চণ্ডীতলার প্রাক্তন IC জয়ন্ত পাল। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তদন্ত রিপোর্ট বলছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়েই বান্ধবীর সঙ্গে দেখা করতে হাওড়ায় গেছিলেন ওই পুলিশ অফিসার। প্রাক্তন IC-র বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ট্রলিব্যাগে মহিলার খণ্ডবিখণ্ড দেহ
খাস কলকাতায় মা-মেয়ের ট্রলিব্যাগে মহিলার খণ্ডবিখণ্ড দেহ! কুমোরটুলি ঘাটে গঙ্গায় ফেলার সময় স্থানীয়দের সন্দেহ। মধ্যমগ্রামের বাসিন্দা ২জন গ্রেফতার।
Kolkata News Update : খুনের অস্ত্র পুকুরে ফেলার পর কলকাতায় ফাল্গুনী-আরতি
খুনের অস্ত্র পুকুরে ফেলার পর কলকাতায় ফাল্গুনী-আরতি। দেহ কোথায় ফেলা হবে, তার জন্য রেকি। চেনা এলাকা বলে বাছা হয় কুমোরটুলিকে। গন্ধ ঢাকতে ব্যাগে ঢালা হয় পারফিউম, খবর পুলিশ সূত্রে।
WB News Live : তৃণমূল কাউন্সিলরের অফিসের সামনে বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনা বজবজে
তৃণমূল কাউন্সিলরের অফিসের সামনে বিক্ষোভ ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল বজবজে। বিক্ষোভকারীদের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে না যাওয়ায় তাদের উপর হামলা চালিয়েছে কাউন্সিলরের অনুগামীরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা।






















