West Bengal News Live : মধ্যমগ্রামে বিধ্বংসী আগুন, অগ্নিদগ্ধ বেশ কয়েকজন
West Bengal News : দিকে দিকে বিক্ষোভ, আবাস নিয়ে নতুন নির্দেশিকা জারি নবান্নর। আজ ফের মশাল হাতে CGO অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের। জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে।

Background
বুধবার যে যে খবরে নজর
আর জি কর কাণ্ডে দ্রুত বিচারের দাবি, CBI-এর ওপর বাড়ছে চাপ। আজ ফের মশাল হাতে CGO অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের। অন্যদিকে আবার ১ মাসেই ভোলবদল করে ফের প্রার্থী হচ্ছেন শান্তনু। চিকিৎসক সংগঠনের ভোটে আর দাঁড়াবেন না বলেও তিনি প্রার্থী হচ্ছেন। অনেকে বলেছিলেন, তাই সিদ্ধান্ত বদল, দাবি করলেন তৃণমূলের চিকিৎসক-নেতা।
অন্যদিকে, মন্ত্রী-সাংসদের সামনেই কর্মীদের প্রশ্নের মুখে পড়লেন গোসাবার তৃণমূল বিধায়ক! টাকা আত্মসাতের মারাত্মক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। দুই ২৪ পরগনা থেকে পুরুলিয়া, আবাস দুর্নীতির অভিযোগে জেলায় জেলায় বিক্ষোভ হয়।
সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগ, তন্ময় ভট্টাচার্যকে আজ ফের তলব পুলিশের।
WB News Live : কল্যাণীতে বিবাহিতা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কল্যাণীতে বিবাহিতা তরুণীকে গণধর্ষণের অভিযোগ। কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ
। ধৃতরা সবাই উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়ার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিম
Kali Puja News : লেক ক্লাবের পুজো এবার পা দিল ২৯ বছরে, এখানে পুজো হয় পঞ্চকালীর
লেক রোডের লেক ক্লাবের পুজো এবার পা দিল ২৯ বছরে। এখানে পুজো হয় পঞ্চকালীর। বাইরে বসেছে মেলায়। সব মিলিয়েই এবার এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান পেয়েছে তারা।






















