NIA News: ভূপতিনগরে এনআইএ-র উপর হামলার ২ দিন পরেও গ্রেফতার শূন্য, সরানো হল তদন্তকারী অফিসারকে
NIA Bhupatinagar News: সরেজমিনে তদন্ত করতে আজ নাড়ুয়াবিলা গ্রামে পৌঁছল পুলিশ। তদন্তকারী দলে রয়েছেন বর্তমান ও প্রাক্তন IO এবং ভূপতিনগর থানার OC গোপাল পাঠক
পার্থপ্রতিম ঘোষ এবং আবির দত্ত, কলকাতা: ২ দিন পার। ভূপতিনগরে NIA-র ওপর হামলার ঘটনায় এখনও গ্রেফতারি শূন্য। NIA-র তল্লাশি অভিযান সংক্রান্ত দুটি মামলায় তদন্তকারী অফিসার বদল করা হল। নতুন তদন্তকারী অফিসার হলেন ভূপতিনগরের সার্কেল ইন্সপেক্টর শ্যামল চক্রবর্তী। NIA-র করা অভিযোগ এবং NIA-র বিরুদ্ধে অভিযোগ, দুটি মামলারই তদন্ত করবেন তিনি।
এর পাশাপাশি, ৪৮ ঘণ্টা পর, সরেজমিনে তদন্ত করতে আজ নাড়ুয়াবিলা গ্রামে পৌঁছল পুলিশ। তদন্তকারী দলে রয়েছেন বর্তমান ও প্রাক্তন IO এবং ভূপতিনগর থানার OC গোপাল পাঠক। NIA-র যে আধিকারিক আহত হয়েছিলেন, তাঁর
মেডিক্যাল রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ভূপতিনগর থানার পুলিশ। অভিযোগ ওঠে, তৃণমূল মনোব্রত জানাকে আটক করার সময় তাঁর বাড়ির কাছে NIA-র আধিকারিকরা আক্রান্ত হন। সেই জায়গা ঘুরে দেখার পাশাপাশি, গ্রামবাসীদের সঙ্গে কথা বলছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে NIA-র বিরুদ্ধে ওঠা অভিযোগও।
ভূপতিনগর বিস্ফোরণ-মামলায় তল্লাশি নিয়ে তৃণমূলের দাবি খারিজ করল NIA। জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, শনিবার অভিযান শুরুর আগে বাহিনী চাইতে NIA-র আধিকারিকরা ভোর সাড়ে ৪টে নাগাদ গিয়েছিলেন ভূপতিনগর থানায়। সেই সময়েই ডিউটি অফিসারকে তল্লাশির কথা জানানো হয়। NIA সূত্রে দাবি, হামলার ঘটনা ঘটে তার সোয়া একঘণ্টা পর, সকাল সোয়া ৬টা নাগাদ। প্রায় ৩০ জন CRPF জওয়ানকে নিয়ে ভূপতিনগরের ৫টি জায়গায় তল্লাশি-অভিযান শুরু করে NIA। ব্যাক আপ হিসেবে রাখা হয়েছিল আরও ৬টি টিম এবং একটি CRPF বাহিনী। রাখা হয়েছিল ৪টি গাড়ি। NIA সূত্রে দাবি, গন্ডগোল শুরু হওয়ার পর, অতিরিক্ত বাহিনীকে ডেকে পাঠানো হয়। ভূপতিনগরে হামলার ঘটনায় প্রেস বিবৃতির পর ফের একবার তৃণমূলের দাবি খারিজ করল NIA।
ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে আজ আরও ৩ তৃণমূল নেতাকে তলব করেছে NIA। বাড়িতে তল্লাশির পর এবার নিউটাউনে জাতীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ৩ শাসক-নেতাকে। এর আগে NIA-র ২ বার নোটিস পেলেও, হাজিরা দেননি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানবকুমার পয়রা ও দুই তৃণমূল নেতা সুবীর মাইতি ও নবকুমার পণ্ডা। এই ৩ জনকে তৃতীয়বার নোটিস পাঠিয়েছে NIA।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে