Lok Sabha Election: লোকসভা ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য বিশেষ সুবিধা, বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাবে রাজ্য সরকার
West Bengal News: আধা সামরিক বাহিনীর জওয়ান বা ভিনরাজ্যের পুলিশ, যাঁরাই আসবেন ভোটের ডিউটিতে, তাঁরাই পাবেন বেসরকারি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
সন্দীপ সরকার, কলকাতা: লোকসভা ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাবে রাজ্য সরকার। এই মর্মে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর।
আধা সামরিক বাহিনীর জওয়ান বা ভিনরাজ্যের পুলিশ, যাঁরাই আসবেন ভোটের ডিউটিতে, তাঁরাই পাবেন বেসরকারি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুবিধা। একই সঙ্গে ভোটের নিরাপত্তায় থাকা রাজ্য পুলিশের কর্মীরাও এই সুবিধা পাবেন। ক্যাশলেস ট্রিটমেন্টের সুবিধা পাবেন কেন্দ্রীয় বাহিনীর গাড়ির চালক ও EVM ইঞ্জিনিয়াররাও। ১৫৩টি বেসরকারি হাসপাতালের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর।
এর মধ্যে প্রথম সারির ৮৪টি বেসরকারি হাসপাতাল রয়েছে। এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত জেলাশাসক, পুলিশ সুপার ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে। লোকসভা ভোটের পাশাপাশি, রাজ্যের দুটি বিধানসভার উপনির্বাচনেও এই সুবিধা পাবেন নিরাপত্তা কর্মী ও ভোটকর্মীরা।
এদিকে, এপ্রিলের প্রথম দিনই রাজ্যে এসেছে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে রয়েছে ১৫ কোম্পানি CRPF, ৫ কোম্পানি BSF এবং ৭ কোম্পানি CISF। এই মুহূর্তে রাজ্যে দেড়শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মজুত রয়েছে। ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে রাজ্যে আরও কেন্দ্রীয় বাহিনী আসবে। লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সর্বাধিক ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল নির্বাচন কমিশন।
এদিকে, গত মাসেই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ নিয়ে অভিযোগ জমা পড়েছিল নির্বাচন কমিশনে। কখনও নিষ্ক্রিয় করে বসিয়ে রাখার অভিযোগ। তো কখনও আবার স্পর্শকাতর এলাকায় না নিয়ে গিয়ে, অপেক্ষাকৃত শান্ত এলাকা দিয়ে রুট মার্চ করানোর মতো অভিযোগ উঠেছিল।
আরও পড়ুন, পুলিশের বাজেয়াপ্ত মাদকে হানা, ১৯ কেজি গাঁজা-ভাং খেল ইঁদুর!
তবে, রাজ্যের পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে বিরোধীদের এরকমই নানা অভিযোগের ভিত্তিতে কড়া পদক্ষেপ করছে নির্বাচন কমিশন। এবারের লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর কো-অর্ডিনেট হিসাবে দায়িত্ব পেয়েছে CRPF। জাতীয় নির্বাচন কমিশনের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, বাংলায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সঠিকভাবে হচ্ছে কিনা, সেই সংক্রান্ত রিপোর্ট শুক্রবার থেকে প্রতিদিন সকালে হার্ড কপি এবং ইমেল করে স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠাতে হবে CRPF-কে। সেই সঙ্গে রুটমার্চ সংক্রান্ত তথ্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছেও পাঠাতে হবে।
এর পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চে স্বচ্ছতা আনতে, সব তথ্য ওয়েবসাইটেও দেওয়া শুরু করল নির্বাচন কমিশন। এখান থেকে রুটমার্চ সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। সবাই তা দেখতে পাবে। শুধু এই নয়, যদি কোনও ব্যক্তি বা দল মনে করে যে, কোনও নির্দিষ্ট জায়গায় রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাচ্ছে না, বা রুট মার্চ করাচ্ছে না, তা হলে তারা জেলার নির্বাচনী আধিকারিককে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে