West Bengal News LIVE : ছাব্বিশের ভোটের আগে শুভেন্দুর জেলায় বিজেপির ভাঙন!
Bengali News Live Today: সোমবার বেলা সাড়ে ১১টায় এই বৈঠক ডাকা হয়েছে। রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত।

Background
যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আলোচনায় বসার জন্য় সোমবারের ডেডলাইন বেঁধে দিয়েছেন আন্দোলনকারী পড়ুয়ারা। শেষমেশ এবার সমাধানসূত্র খুঁজতে সোমবার সবপক্ষকে নিয়ে বৈঠক ডাকল বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ। সোমবার বেলা সাড়ে ১১টায় এই বৈঠক ডাকা হয়েছে।এদিকে, রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত।
অন্যদিকে হাইকোর্টের ভৎসনার পর যাদবপুরকাণ্ডে তৎপরতা বাড়াল পুলিশ। ইন্দ্রানুজ ও ওমপ্রকাশের পর এবার রেকর্ড করা হল শিক্ষামন্ত্রীর গাড়ি চালকের বয়ান। ঘটনাস্থলে উপস্থিত পড়ুয়াদেরও জিজ্ঞাসাবাদ করা হবে, পাঠানো হল নোটিস। ব্রাত্য বসুর বিরুদ্ধে রাজ্য সরকারের নিয়ন্ত্রহীন সংস্থাকে দিয়ে তদন্তের দাবি বিজেপির। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
যাদবপুরকাণ্ড নিয়ে এবার সিপিএম ও তৃণমূলের সেটিংয়ের অভিযোগ তুললেন শুভেনদু অধিকারী। তিনি বলেন, পুরোটাই হাকিম ও সেলিমের সেটিং। আদালতের অনুমতি পেয়ে যাদবপুরকাণ্ডে আজ মিছিল করেন বিরোধী দলনেতা। যদিও এই মিছিলকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। শুভেনদু অধিকারীর দাবিকে পত্রপাঠ খারিজ করে দিয়েছে সিপিএমও।
BJP News : ২৬-এর আগে বিজেপিতে ফের ভাঙন? আজই তৃণমূলে যেতে পারেন এই বিধায়ক
২৬-এর আগে বিজেপিতে ফের ভাঙন? ফের দলবদল করতে চলেছেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল? আজই তৃণমূলে যোগ দিতে পারেন বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল
WB News Live : মার্শাল ডেকে বের করে দেওয়া হল বিধায়ক শঙ্কর ঘোষকে
'একের পর এক বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হচ্ছে। বিরোধীদের মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে। বিরোধীরা প্রশ্ন তুললেই মার্শাল ডেকে বের করে দেওয়া হচ্ছে। বিধানসভায় বিরোধীদের কথা বলার অধিকার নেই', সরব বিজেপি






















