West Bengal News Live: বেহালায় বাড়ির বাইরে জমে জল, বাড়ির বাইরে পা রাখতে পারছেন না বাসিন্দারা
WB News Live: একনজরে দেখুন সমস্ত জেলার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর।
LIVE

Background
ভাঙড়ের পর ইংরেজবাজার। শাসক দলের নেতার পর কর্মী খুন। ইংরেজবাজারে জন্মদিনের পার্টিতে তৃণমূলকর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। আহত আরও ৩।
ভাঙড়ে সওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে গুলি করে কুপিয়ে খুন। পিছনে আইএসএফ, অভিযোগ তৃণমূলের। শাসক দলের অভ্যন্তরীণ কোন্দল, পাল্টা ISF.
থমথমে ভাঙড়। তৃণমূল নেতার ফেরার পথে লুকিয়ে আততায়ীরা। কাছে আসতেই গুলি। পরিকল্পনামাফিক খুনের অভিযোগ। অভিযুক্তদের স্কেচ আঁকাতে ২ প্রত্যক্ষদর্শীকে তলব।
দুষ্কৃতীরা সংখ্যায় ৪, ঘটনাস্থলে ৪টি গুলির খোল। খুনের সময় কারা ছিলেন এলাকায়, জানতে টাওয়ার ডাম্পিং সিস্টেমের সাহায্য নিচ্ছে পুলিশ। সিসিটিভি না থাকায় সমস্যায় পুলিশ।
ইউনিয়ন রুমে বিছানা-বালিশ পেতে মাসাজ! সোনারপুরের পর কাকদ্বীপ কলেজে বিতর্ক। বহিরাগতর ভাইরাল ভিডিওয় তোলপাড়। খেলার সময় চোট, তাই মাসাজ, সাফাই অভিযুক্তের।
হাওড়ার নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমে র্যাগিংয়ে মূল অভিযুক্তর পাশে মন্ত্রী। কোনও অভিযোগ নেই, দোষও প্রমাণ হয়নি, মন্তব্য অরূপ রায়ের। কড়া সমালোচনা বিরোধীদের।
মেদিনীপুর কলেজে ভর্তি নিয়ে তুলকালাম। TMCP-SFI-র মধ্যে বচসা-হাতাহাতি। গতকাল থেকে শুরু হয়েছে ভর্তির কাউন্সেলিং। বহিরাগত ঢোকানোর অভিযোগ দুই পক্ষের।
চিকিৎসককে হুমকি কাঞ্চন মল্লিকের। বিধায়কের নামে সিপি-র কাছে অভিযোগ স্কুল অফ ট্রপিক্যালের। তদন্তের নির্দেশ লালবাজারের। আজও প্রতিবাদ চিকিৎসকদের।
কাঞ্চনকাণ্ডে চিকিৎসকের বিরুদ্ধেই দুর্ব্যবহারের অভিযোগ পত্নী শ্রীময়ীর। উনি খারাপ ব্যবহার করেননি, ডাক্তারদের ঘাড়ে বন্দুক রাখলে চলবে না, পাল্টা দাবি চিকিৎসকদের।
মুর্শিদাবাদের সুতিতে বেহাল রাস্তা। গাড়ি না ঢুকতে পারায় খাটিয়ায় অন্তঃসত্ত্বা হাসপাতালে। ভাইরাল ভিডিওয় চাঞ্চল্য। ফরাক্কায় খারাপ রাস্তায় ট্রাক্টর উল্টে আহত নাবালিকা।!
আগাছায় ভর্তি গোটা হাসপাতাল। ওয়ার্ডের ভিতরে চড়ছে ছাগল, বিড়াল। বেহাল দশা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের। নেই পানীয় জল, প্রয়োজনীয় ওষুধ। অভিযোগ রোগীদের।
বাজল মহাকাশ ছেড়ে মেদিনীতে ফেরার ঘণ্টা। আগামী সোমবার স্পেস স্টেশন ছেড়ে রওনা দিচ্ছেন শুভাংশুরা। প্রশান্ত মহাসাগরে অবতরণ পরদিন। মহাকাশচারীদের অপেক্ষায় গোটা দেশ।
WB News Live Updates: সুতি ১ ব্লকে বেহাল রাস্তা, খাটিয়ায় চাপিয়ে হাসপাতালের পথে অন্তঃসত্ত্বা
সুতি ১ ব্লকে বেহাল রাস্তা, খাটিয়ায় চাপিয়ে হাসপাতালের পথে অন্তঃসত্ত্বা
West Bengal News Live: বেহালায় বাড়ির বাইরে জমে জল, বাড়ির বাইরে পা রাখতে পারছেন না বাসিন্দারা
বেহালায় বাড়ির বাইরে জমে জল, বাড়ির বাইরে পা রাখতে পারছেন না বাসিন্দারা






















