WB Live News Updates : হাসপাতালের মেঝেয় রোগীর গায়ে, মাথায় ঘুরে বেড়াচ্ছে ইঁদুর
West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
LIVE
Background
প্রধান সচিব পদে অব্যাহতির পরেই নন্দিনী চক্রবর্তীর (Nandini Chakraborty) বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের (CV Ananda Bose)। নবান্নের (Nabanna) কাছে ভুল তথ্য দিয়ে সার্ভিস রুল ভাঙার অভিযোগ।
বিভ্রান্তি তৈরি করার অভিযোগে মুখ্যসচিব-অর্থসচিবকে ডেকে নন্দিনীর বিরুদ্ধে নালিশ রাজ্যপালের। চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। রাজ্য সরকারকেই তদন্তের নির্দেশ।
রাজ্য বাজেটে সরকারি কর্মী, অবসরপ্রাপ্তদের জন্য ৩ শতাংশ বাড়ল ডিএ। মার্চ থেকে কার্যকর, ঘোষণা অর্থমন্ত্রীর। তিন শতাংশ ডিএ বৃদ্ধিতে খুশি সরকারি কর্মচারীদের একাংশ। বকেয়া মেটানোর দাবিতে অনড় আন্দোলনকারীরা।
ডিএ-আন্দোলনে সমর্থন, ইলামবাজারে জয়েন্ট বিডিওকে অফিসে ঢুকতে বাধার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। মিথ্যে বলছেন, দেরিতে আসায় বাধা, দাবি শাসক দলের।
ষাট বছর বয়স হলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের সরাসরি বার্ধক্য ভাতা। মিলবে মাসে হাজার টাকা। রাজ্য বাজেটে ঘোষণা চন্দ্রিমার।
পঞ্চায়েত ভোটের আগে গ্রামীণ সড়ক উন্নয়নে রাস্তাশ্রী প্রকল্প রাজ্যের। বরাদ্দ ৩ হাজার কোটি। চাষের কাজে ব্যবহৃত সেচের জলে কর মকুব।
বাড়ি-ঘর ক্রয়ে স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড় বহাল আরও ৬ মাস। ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে ৭ লক্ষ টাকা পর্যন্ত ঋণ।
বাজেট নিয়ে মমতার বক্তব্য, " সবার কথা ভেবে বাজেট।" শুভেন্দু অধিকারী বললেন, "পঞ্চায়েত ভোটমুখী বাজেট"। সুজন চক্রবর্তী বললেন, "কর্মসংস্থানের দিশা নেই।"
নতুন মুখ্য তথ্য কমিশনারের নাম নিয়েও রাজ্যের সঙ্গে সংঘাতে শুভেনদু। গেলেন না বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরের বৈঠকে। আগেই প্রার্থী ঠিক, মিটিং অর্থহীন, মন্তব্য বিরোধী দলনেতার।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি নয়, জানাল ডিভিশন বেঞ্চ। ২৭ ফেব্রুয়ারি পরের শুনানি, ততদিন ভোটের বিজ্ঞপ্তি জারিতে নিষেধাজ্ঞা।
জামিনের আর্জি খারিজ, ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফের পুলিশ হেফাজতে নৌশাদ সিদ্দিকি।
নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম লুকআউট নোটিস। মানিক-পুত্র সৌভিকের বিরুদ্ধে ইডির সার্কুলার। পাঠানো হল দেশের সব বিমানবন্দর, অভিবাসন দফতরে।
বালিগঞ্জে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধারকাণ্ডে দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা মনজিৎ সিং গ্রেওয়ালের। ম্যারাথন জিজ্ঞাসাবাদ। (বাইট- অয়কর রিটার্নের নথি দেব।
WB Live News Updates: মেয়াদ নিয়ে আশঙ্কা প্রকাশের পর এবার কটাক্ষের সুর চিরঞ্জিতের
'ধনকড়ের পথেই যাচ্ছেন সিভি আনন্দ বোস, থেকে যাবেন', মেয়াদ নিয়ে আশঙ্কা প্রকাশের পর এবার কটাক্ষের সুর চিরঞ্জিতের। তিনি বলেন, 'বলেছিলাম এভাবেই চললে পুরো মেয়াদ থাকতে পারবেন না। এখন থাকবেন, এখন তো সব কিছুই মেনে নিচ্ছেন।'
WB Live News: হাসপাতালের মেঝেয় রোগীর গায়ে, মাথায় ঘুরে বেড়াচ্ছে ইঁদুর
হাসপাতালের মেঝেয় রোগীর গায়ে, মাথায় ঘুরে বেড়াচ্ছে ইঁদুর। সোশাল মিডিয়ায় ভাইরাল মালদা মেডিক্যালের ভিডিও। কেন এই অব্যবস্থা, প্রশ্ন তুলছেন রোগীদের আত্মীয়রা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার।
WB Live News Updates: চায়ের গুমটি সরানো নিয়ে কালনায় প্রাক্তন ও বর্তমান বিধায়কের বিরোধ প্রকাশ্যে
রাস্তা লাগোয়া পুকুরপাড়ে চায়ের গুমটি সরানো নিয়ে কালনায় প্রাক্তন ও বর্তমান বিধায়কের বিরোধ প্রকাশ্যে। বিজেপির জেলা সহ সভাপতি বিশ্বজিৎ কুণডুর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। পাল্টা বিজেপি নেতার অভিযোগ, তাঁর জমি জবরদখলে মদত দিচ্ছে শাসক শিবির।
WB Live News: রামনগরের সভা থেকে এবার মৎস্যমন্ত্রীর নিশানায় প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতির পরে এবার প্রধানমন্ত্রী, বিতর্কের মুখেও বারবার বেলাগাম অখিল। 'ভ্যালেন্টাইন্স ডে-তে গরুকে আঁকড়ে ভালবাসতে গিয়েছিলেন, গুঁতিয়ে দিয়েছে', রামনগরের সভা থেকে এবার মৎস্যমন্ত্রীর নিশানায় প্রধানমন্ত্রী।
WB Live News Updates: ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কী অভিযোগ মুখ্যমন্ত্রীর?
ঘাটাল মাস্টার প্ল্যানের কাজে অনুমোদন দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। আজ মেদিনীপুরের সভায় এই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ঘাটাল মাস্টার প্ল্যানের ব্যাপারে উদাসীন মোদি সরকার!