West Bengal Top 5 News : ভয়ের ভাঙড়ে রাজ্যপাল, বোমা সরালেন বোস-রক্ষী - রাজ্যের ৫ গুরুত্বপূর্ণ খবর
'আদালত কোনও রাজনৈতিক দল নিয়ে চিন্তা করছে না'নির্বাচনের আগেই পঞ্চায়েতের মধ্য়ে ৩টিতে জিতল তৃণমূল সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড়ে রাজ্য়পাল আরও খবর
'আদালত কোনও রাজনৈতিক দল নিয়ে চিন্তা করছে না'
ভাঙড়ের ঘটনায় রাজ্য়ের রিপোর্ট তলব করল হাইকোর্ট। আগামী মঙ্গলবারের মধ্য়ে রিপোর্ট তলব করা হয়েছে। ভাঙড়ের অশান্তির ঘটনায় আদালতের দ্বারস্থ হয় ISF। হাইকোর্টের নির্দেশের পরও ৮২ জন প্রার্থী মনোনয়ন পেশ করতে পারেননি বলে অভিযোগ ওঠে। বিডিও অফিসের ভিতরেই প্রার্থীদের মারধর, বোমা ছোড়া হয় বলে অভিযোগ। আদালত পুলিশি নিরাপত্তায় মনোনয়নের নির্দেশ দেওয়ার পরও, একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন বিকাশরঞ্জন ভট্টাচার্যর। এক ব্যক্তির ভিডিও বিচারপতিকে শোনানো হয়। 'আদালত কোনও রাজনৈতিক দল নিয়ে চিন্তা করছে না। আদালত মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তিত।' মন্তব্য করেন বিচারপতি।
নির্বাচনের আগেই জিতল তৃণমূল
নির্বাচনের আগেই, কোচবিহার জেলায় ১২৮টা গ্রাম পঞ্চায়েতের মধ্য়ে ৩টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। দিনহাটা দু'নম্বর ব্লকের সুকারুর কুঠি, চৌধুরীহাট ও দিনহাটা ১ নম্বর ব্লকের সুকতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ আসনে প্রার্থীই দিতে পারেনি বিরোধীরা।
ভাঙড়ে রাজ্যপাল
সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড়ে রাজ্য়পাল। আজ সকাল সাড়ে ১১টায় ভাঙড়ে পৌঁছে যান সিভি আনন্দ বোস। পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে গত কয়েকদিনে, ভাঙড়ের যে যে জায়গায় তাণ্ডবের ছবি দেখা গেছিল, সেই সেই জায়গা ঘুরে দেখেন তিনি। ভাঙড় ২ নম্বর ব্লক, বিজয়গঞ্জ বাজারে যান রাজ্য়পাল। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। রাজ্য়পালের কাছে ISF প্রার্থীরা অভিযোগ করেন, তাঁদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। এদিকে, রাজ্য়পাল যেখানে উপস্থিত হয়েছিলেন, তার ২০০ মিটারের মধ্য়েই বিজয়গঞ্জ বাজারে পড়েছিল একাধিক বোমা। সেই বোমা উদ্ধার করতে দেখা যায়নি কাউকে। শেষমেষ রাজ্য়পালের নিরাপত্তায় থাকা বাহিনী সেই বোমা অন্য়ত্র সরিয়ে নিয়ে যায়। এদিন রাজ্য়পাল উপস্থিত থাকলেও, ভাঙড়ে উপস্থিত ছিলেন না কোনও উচ্চপদমর্যাদার পুলিশ আধিকারিক। নীচুতলার অফিসারদের সঙ্গে কথা বলেন সিভি আনন্দ বোস।
'মনোনয়ন প্রত্যাহারে চাপ'
গত কয়েকদিনে দিকে দিকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হচ্ছিল বিরোধীদের। এবার, মনোয়ন প্রত্য়াহারের জন্য় চাপ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। একটি ভিডিও প্রকাশ্য়ে এনে বিজেপি দাবি করেছে, পটাশপুর ২ নম্বর ব্লকের পাণিনালা গ্রামে, বাড়িতে এসে বিজেপি প্রার্থীকে মনোনয়ন তুলে নিতে চাপ দেয় স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা। সঙ্গে চলে গালিগালাজ। প্রত্য়েকের মুখে গামছা-কাপড় বাধা। প্রাণহানির হুমকি দেয় বলেও অভিযোগ। ঘটনার পর থেকেই গ্রামছাড়া বিজেপি প্রার্থী।
রবিবারের আগে দক্ষিণবঙ্গে বর্ষা নয়
রবিবারের আগে, দক্ষিণবঙ্গে বর্ষা আসছে না। জানাল আবহাওয়া দফতর। বাংলায় প্রবেশ করলেও উত্তরবঙ্গেই থমকে আছে বর্ষা। আপাতত তার অবস্থান মালদার ওপরে। রবি থেকে বৃহস্পতিবারের মধ্য়ে সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু। তার আগে, চরম অস্বস্তিকর পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহ চলবে রবিবার পর্যন্ত। বাকি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
আরও পড়ুন : ১৬ জুন পঞ্চায়েত ভোট সংক্রান্ত সব ব্রেকিং নিউজ পড়ুন এখানে