এক্সপ্লোর
Advertisement
West Bengal Top 5 News : অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়াই নবম-দশমে চাকরি ! রিপোর্ট দেখে বিস্মিত বিচারপতি, আরও খবর
কালীঘাটের কাকুকে নিয়ে চাঞ্চল্যকর তথ্যশহরে ইডি-কর্তারাজ্যে চলবে তাপপ্রবাহআরও খবর
- কালীঘাটের কাকুকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য : ওয়েলথ উইজার্ড প্রাইভেট লিমিটেড, আর্কাইভ কনসালটেন্সি ও SD কনসালটেন্সি, তিনটি কোম্পানিরই নিয়ন্ত্রণ ছিল কালীঘাটের কাকুর হাতে। ED সূত্রে দাবি, জেরায় স্বীকার করেছেন সুজয়কৃষ্ণ ভদ্র। আগেই এই সংস্থার ডিরেক্টররা দাবি করেছিলেন, কোম্পানির সবকিছু ঠিক করতেন কাকুই। তদন্তে উঠে এসেছে লেনদেন সংক্রান্ত আরও বেশ কয়েকটি চাঞ্চল্য়কর তথ্য়।
- শহরে ইডি-কর্তা : পুরসভায় নিয়োগ দুর্নীতি থেকে শিক্ষক নিয়োগে দুর্নীতি। চিটফান্ড সংক্রান্ত মামলা থেকে ব্য়াঙ্ক ফ্রড। ইডির হাতে থাকা একাধিক মামলার তদন্ত প্রক্রিয়া কোন পর্যায়ে, কী অগ্রগতি? কী স্টেটাস, সে সব ব্য়াপারে খোঁজখবর নিতে রাজ্য়ে এসেছেন ED-র ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্র। গতকাল সন্ধেয় শহরে এসেছেন তিনি।
- রাজ্যে চলবে তাপপ্রবাহ : অসহ্য় গরমে অতিষ্ঠ দক্ষিণবঙ্গ! দুপুর রোদে রাস্তায় বেরোলে যেন পুড়ে যাচ্ছে শরীর! কিন্তু এখনই প্রচণ্ড তাপদাহের থেকে রক্ষে নেই। আবহাওয়া দফতর বলছে, বুধবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এক সপ্তাহ পশ্চিমের জেলায় লু বইবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। কলকাতাতেও গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গেও বাড়বে গরম-অস্বস্তি। তাপমাত্রা বাড়বে দার্জিলিং কালিম্পংয়ে। তাপপ্রবাহের সর্তকতা থাকছে মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে। তাপপ্রবাহ এর মতো পরিস্থিতি তৈরি হবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। আজ ও আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম সহ পশ্চিমের সব জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। দক্ষিণের জেলাগুলিতে তৈরি হবে তাপপ্রবাহের পরিস্থিতি। শনি ও রবিবার সকালে তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও, বিকেলের পর দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর উপকূলের ২ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- নবজোয়ার যাত্রার ৩৭ তম দিন : আজ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নবজোয়ার যাত্রার ৩৭ তম দিন। দুপুর আড়াইটেয় পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে রোড শো করার কথা তাঁর। এরপর দিনভর ময়না, মহিষাদল, কোলাঘাটে কর্মসূচি রয়েছে তাঁর।
- 'অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়াই চাকরি' :শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ( Recruitment Scam ) নয়া মোড় ! অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়াই চাকরিতে যোগ দিয়েছিলেন অনেকে ! SSC শিক্ষক নিয়োগ দুর্নীতির নয়া 'চ্যাপ্টার'-এ' বিস্মিত বিচারপতি বিশ্বজিৎ বসু। 'CBI তদন্তে নতুন রসদ জোগাতে পাড়ে এমন বিস্ময়কর তথ্য। সিবিআই অবস্থান জানাক হাইকোর্টে। ', পর্যবেক্ষণ বিচারপতি বিশ্বজিৎ বসুর।
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
বিনোদনের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement