Top News: পঞ্চায়েত ভোটের আগে ফের বোমার বলি, দেওয়াল দখল সংঘর্ষ জারি বঙ্গে
West Bengal Top News: এক নজরে দেখে নিন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি-
![Top News: পঞ্চায়েত ভোটের আগে ফের বোমার বলি, দেওয়াল দখল সংঘর্ষ জারি বঙ্গে West Bengal Top News 24 June 2023 Before the Panchayat polls, bomb threats continue in Bengal Top News: পঞ্চায়েত ভোটের আগে ফের বোমার বলি, দেওয়াল দখল সংঘর্ষ জারি বঙ্গে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/24/8fbe3888c152e15febaa3b80da45bcf51687592865954223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: এক নজরে দেখে নিন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি-
বঙ্গে ফের বোমার বলি
পঞ্চায়েত ভোটের আগে ফের বোমার বলি। এবার মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। মৃত্যু দুষ্কৃতীর। শুরু কংগ্রেস তৃণমূল চাপানউতোর। পঞ্চায়েত ভোটের মুখে মুর্শিদাবাদের রানিনগরে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে বোমাবাজি। মুড়িমুড়কির মতো পড়ল বোমা। চলল ইটবৃষ্টি।
এবার মাড়গ্রামে উদ্ধার ড্রাম ভর্তি বোমা
ফের বীরভূম। এবার মাড়গ্রামে উদ্ধার ড্রাম ভর্তি বোমা। পঞ্চায়েত ভোটে বাম-কংগ্রেস প্রার্থী সহ ৫ জন গ্রেফতার। চক্রান্তর অভিযোগ অধীরের। আদালতে যাওয়ার হুঁশিয়ারি। বোমা উদ্ধারে ধৃত জোট প্রার্থী
জারি দেওয়াল-যুদ্ধ
ভোটের আগে দেওয়াল দখল সংঘর্ষ জারি। জামুড়িয়ায় তৃণমূল-বিজেপি হাতাহাতি। উত্তর ২৪ পরগনার ঘোলায় বিজেপির দেওয়াল লিখুন মুছে ফেলায় উত্তেজনা।
কলকাতায় 'রেইনি ডে'
আজ রাজ্যজুড়েই বৃষ্টি হবে। সঙ্গে থাকছে বাজ পড়ার আশঙ্কা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিনদিন গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি বাড়বে। রবি ও সোমবার কলকাতাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে। শহরেও বজ্রপাতের আশঙ্কা থাকছে। রবি ও সোমবার বেশি বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। অন্যদিকে, উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি কমবে। তবে দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টি চলবে। ইতিমধ্যেই তিস্তা, তোর্সা, জলঢাকা-সহ উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বেড়েছে। আরও বৃষ্টি হলে নিচু এলাক প্লাবিত হওয়ার আশঙ্কা।
এবার স্ক্যানারে জেলের ডাক্তার
প্রেসিডেন্সি জেলের সুপারের পর এবার ডাক্তারকে তলব সিবিআইয়ের। জিজ্ঞাসাবাদ করা হবে কুন্তলের বিতর্কিত চিঠি নিয়ে। সোমবার নিজাম প্যালেসে তলব।
আরও পড়ুন, মানুষ হিসেবে আপনি কেমন? বসার ভঙ্গিই বলে দেবে সেই উত্তর!
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন- https://t.me/abpanandaofficial
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)