এক্সপ্লোর
Advertisement
Top News : শুভেন্দুর গড়ে অভিষেক, 'চাপ দিয়ে হাঁফিয়ে গেছে তৃণমূল' বিস্ফোরক নৌশাদ, রাজ্যের Top 10 খবর
'চাপ দিয়ে হাঁফিয়ে গেছে তৃণমূল' বললেন নৌশাদ।বায়রন পারেনি, নৌশাদের দৃঢ়তার প্রশংসায় অধীর।পর্ষদ-অফিসেই চাকরি-বিক্রির বৈঠক।সারাদিনের গুরুত্বপূর্ণ খবর ।
- 'চাপ দিয়ে হাঁফিয়ে গেছে তৃণমূল' : বায়রনের দলবদলের পর, এবিপি আনন্দে এক্সক্লুসিভ নৌশাদ।
'তৃণমূলের কাছে কোনও শর্তেই আত্মসমর্পণ নয়'। 'টাকার টোপ থেকে ভয় দেখানো, চাপ দিয়ে হাঁফিয়ে গেছে তৃণমূল', বললেন নৌশাদ। - নৌশাদ-তরজা: বায়রন পারেনি, নৌশাদের দৃঢ়তার প্রশংসায় অধীর। বিজেপির মতোই ঘোড়া কেনাবেচা তৃণমূলের, আক্রমণে বাম। কে দিয়েছে টাকার টোপ? নাম বলুন, পাল্টা চ্যালেঞ্জ জয়প্রকাশের।
- পর্ষদ-অফিসেই চাকরি-বিক্রির বৈঠক : সিজিও কমপ্লেক্সে 'কালীঘাটের কাকু'কে ম্যারাথন জেরা ইডির।
'প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই হত চাকরি-বিক্রির বৈঠক।' 'তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর কাছে আসতেন সুজয়কৃষ্ণ ভদ্র,' রিমান্ড লেটারে বিস্ফোরক দাবি ইডির। 'মানিকের ফোনের পাশাপাশি তাপস মণ্ডলকে জেরা করেও মিলেছে প্রচুর তথ্য।' - প্রতীকী শ্রাদ্ধানুষ্ঠান: ৭ বছর ধরে, স্কুল সার্ভিস কমিশনে কোনও নিয়োগের পরীক্ষা হয়নি। এর প্রতিবাদে, SSC-র প্রতীকী শ্রাদ্ধানুষ্ঠান করলেন চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার তাঁদের আন্দোলন ১০০ দিনে পড়ল।
- ভর্তির বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ : প্রাথমিক শিক্ষা পর্ষদের ডি এল এডের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি কে স্থগিত করলো হাইকোর্টের গ্রীষ্ম অবকাশকালীন ডিভিশন বেঞ্চ। ৯ জুন পর্যন্ত স্থগিতাদেশ। আগামী ৬ জুন সিঙ্গেল বেঞ্চে থাকা অন্য মামলার সঙ্গে এই মামলার শুনানি হবে। নির্দেশ বিচারপতির তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের
- কুড়মি নেতার পাশে শুভেন্দু: গড় শালবনিতে অভিষেকের কনভয়ে হামলার অভিযোগে গ্রেফতার হওয়া কুড়মি আন্দোলনকারীর বাড়িতে শুভেন্দু অধিকারী।
- শুভেন্দুর গড়ে অভিষেক: শুভেন্দু অধিকারীর ডেরায় পদযাত্রা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম চলো কর্মসূচি। নন্দীগ্রাম আন্দোলনের শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ। শুভেন্দুর কনভয়ের ধাক্কায় যাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ, তাঁর পরিবারের সঙ্গেও সাক্ষাত।
- প্রতিবাদে পথে মমতা : দিল্লিতে কুস্তিগিরদের হেনস্থার ঘটনা। কলকাতায় তৃণমূলের প্রতিবাদ। ময়দানে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। গোষ্ঠ পালের মূর্তির পাদদেশ থেকে গাঁধী মূর্তি পর্যন্ত মিছিল করলেন তৃণমূলনেত্রী। সঙ্গে ক্রীড়ানক্ষত্ররা।
- রবিবার মেট্রো সকাল ১০ টায়: এ-মাসে মেট্রো রেলের ট্র্যাক মেন্টেন্যান্সের কাজ হতে চলেছে। সেজন্য জুনের চারটি রবিবার সকাল ৯ টার পরিবর্তে মেট্রো ছাড়বে সকাল ১০ টায়
- মহিলাদের সচেতনতা শিবির : মেয়র ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিমের উদ্যোগে অনুষ্ঠিত হল মহিলাদের জন্য একটি সচেতনতা শিবির। মেটিয়াবুরুজের সোগরা ফিরদৌস হলে আয়োজিত হয় এই অনুষ্ঠান। ফিরহাদ-কন্যা প্রিয়দর্শিনী ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়-সহ অনেকে।
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement