West Bengal Top News : আজ জোড়াসাঁকোয় শাহ, তারাপীঠে যাচ্ছেন অভিষেক - সকালের সেরা ১০ শিরোনাম
রবীন্দ্রনাথের ১৬৩ তম জন্মদিন।আজ বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায়।আজ জোড়াসাঁকোয় শাহআরও খবর ...
আজ রবি-বার : বাঙালির কাছে তিনি রবি ঠাকুর। তাই ক্যালেন্ডারে মঙ্গলবার হলেও, আজ রবি-বার। রবীন্দ্রনাথের ১৬৩ তম জন্মদিন। সকাল থেকে রাজ্যজুড়ে নানা অনুষ্ঠান। কোথাও প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে।
তারাপীঠে অভিষেক : জনসংযোগ যাত্রায় আজ বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোরারইতে জনসভা করবেন। রামপুরহাটের মাড়গ্রামে করবেন রোড শো। নলহাটিতে রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দেবেন। পুজো দেবেন তারাপীঠ মন্দিরে।
আজ জোড়াসাঁকোয় শাহ : রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ রবীন্দ্রজয়ন্তীতে যাবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। দুপুরে পেট্রাপোল সীমান্তে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ। সন্ধেয় সায়েন্স সিটিতে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
'২০১২-তেও বেআইনি নিয়োগ' : শুধু ২০১৪ নয়, ২০১২-র টেটেও হয়েছে বেআইনি নিয়োগ। পার্থ চট্টোপাধ্যায়ের মাধ্যমে নিয়োগের উদ্দেশ্যে প্রচুর টাকা তুলেছিল অয়ন শীল, উল্লেখ ইডি-র দেওয়া চার্জশিটে, খবর সূত্রের।
চাকরি বাতিল স্থগিত : গ্রুপ সি, গ্রুপ ডি থেকে নবম-দশম, প্রায় সাড়ে ৩ হাজার চাকরি বাতিলের যাবতীয় সিদ্ধান্ত আপাতত স্থগিত। সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লেখ করে সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের।
হাকিম বদল, হুকুম নয় : তদন্তে সহযোগিতা করতে অভিষেকের সমস্যা কোথায়? একটু বেশি আশঙ্কায় ভুগছেন। চাইলে মামলায় পার্টি হতে আবেদন করতে পারেন। কুন্তল-অভিষেক মামলায় মন্তব্য বিচারপতি অমৃতা সিন্হার।
বঙ্গে শাহ, নিশানা মমতার : ফের বঙ্গ সফরে এলেন অমিত শাহ। আজ সকালে জোড়াসাঁকো, বিকেলে থাকবেন সায়েন্স সিটির অনুষ্ঠানে। উত্তপ্ত মণিপুর ছেড়ে বাংলায় কেন? কটাক্ষ মমতার।
বড়ঞায় ব্যালট-বিশৃঙ্খলা : বহরমপুরের পর বড়ঞা, অভিষেকের নবজোয়ারে চূড়ান্ত বিশৃঙ্খলা। ক্যাম্পের মধ্যেই তৃণমূল বনাম তৃণমূলের সংঘর্ষ, বাইরে ফেলে দেওয়া হল ব্যালট বাক্স।
বাংলায় নিষিদ্ধ 'কেরালা স্টোরি' : বাংলায় নিষিদ্ধ দ্য কেরালা স্টোরি। অশান্তিতে উস্কানির আশঙ্কা মুখ্যমন্ত্রীর। সিনেমায় কীভাবে আইনশৃঙ্খলার শঙ্কা? প্রশ্ন শুভেন্দুর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ছবি, দাবি পরিচালকের।
লিফট দুর্ঘটনায় আহতর মৃত্যু : কসবার রাজডাঙায় নিজেদের নার্সিংহোমের লিফটের তার ছিঁড়ে গুরুতর আহত চৈতালি মিত্রর মৃত্যু। গতকাল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন চিকিৎসক অনির্বাণ মিত্র ও তাঁর স্ত্রী চৈতালি।
প্রয়াত সমরেশ মজুমদার : দৌড়, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ। থামল কলম। প্রয়াত সাহিত্যিক সমরেশ মজুমদার। ৭৯ বছর বয়সে জীবনাবসান।