Vande Bharat : হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্মে দৌড় শুরুর অপেক্ষায় বন্দে ভারত, অপেক্ষা প্রধানমন্ত্রীর
Prime Minister Narendra Modi : আজ প্রধানমন্ত্রীর হাত ধরে বন্দে ভারতের সূচনা হলেও যাত্রী পরিবহন শুরু হবে নতুন বছরের শুরু দিন থেকে। যদিও আজ সকাল থেকেই ইতিমধ্যে বন্দে ভারত ট্রেনের টিকিট কাটা যাচ্ছে।
অরিত্রিক ভট্টাচার্য ও সঞ্চয়ন মিত্র, হাওড়া : দেশীয় প্রযুক্তিতে তৈরি দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। রাজ্য়ের প্রথম এবং দেশের সপ্তম বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন করতে সশরীরে হাজির থাকার কথা ছিল প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু ভোররাতে মাতৃহারা হয়েছেন তিনি। তাই সশরীরে হাজির থেকে করতে পারছেন না উদ্বোধন। তবে আমদাবাদ থেকে ভার্চুয়ালি বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
যে জন্য ইতিমধ্যেই ২২ নম্বর প্ল্যাটফর্ম চলে এসেছে বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সকাল থেকে নিয়ন্ত্রিত হচ্ছে একাধিক ট্রেনের যাত্রাপথ। বন্ধ রয়েছে ২১, ২২, ২৩ নম্বর প্ল্যাটফর্ম। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হাওড়া স্টেশন চত্বর। প্রধানমন্ত্রী সশরীরে হাজির থাকতে না পারলেও উদ্বোধনী অনুষ্ঠানে থাকার জন্য হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ( Railways Minister Ashwini Baishnab)। অনুষ্ঠানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Chief Minister Mamata Banerjee)। তিনিও পৌঁছে গিয়েছেন হাওড়া স্টেশনে। আপাতত অপেক্ষা শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মায়ের শেষকৃত্যের কাজ মিটিয়েই তিনি আমদবাদ থেকে অনুষ্ঠানে যোগ দিয়ে ভার্চুয়ালি যাত্রা শুরু করবেন বঙ্গের বন্দে ভারত এক্সপ্রেসের।
হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত সপ্তাহে ৬ দিন চলবে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া ও নিউ জলপাইগুড়ির মাঝে ট্রেনটি থামবে বোলপুর, মালদা টাউন, বরসোই স্টেশনে। প্রিমিয়ার এই ট্রেনের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ১৮০ কিলোমিটার পর্যন্ত। যদিও ছাড়পত্র রয়েছে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। আজ প্রধানমন্ত্রীর হাত ধরে বন্দে ভারতের সূচনা হলেও যাত্রী পরিবহন শুরু হবে নতুন বছরের শুরু দিন থেকে। যদিও আজ সকাল থেকেই ইতিমধ্যে বন্দে ভারত ট্রেনের টিকিট কাটা যাচ্ছে। ইতিমধ্যে ভারতে ছটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে। এবার বাংলায় বন্দে ভারত চালুর হাত ধরে দেশের রেল মানচিত্রে আরও একটি গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলা।
প্রসঙ্গত, ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন তিনি। ভার্চুয়ালি জোকা তারাতলা মেট্রোরও উদ্বোধন করবেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। যে বৈঠকেও থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
প্রসঙ্গত, ভোর ৫টা বেজে ৫৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে এনজেপিগামী বন্দে ভারত এক্সপ্রেস। ৭টা বেজে ৪৩ মিনিটে পৌঁছবে বোলপুর-শান্তিনিকেতন। তারপরে ৭টা বেজে ৪৫ মিনিটে ছাড়বে ওই স্টেশন। তারপরে ১০টা বেজে ৩২ মিনিটে পৌঁছবে মালদা টাউন স্টেশন। তিন মিটিন পরে ১০ টা বেজে ৩৫ মিনিটে ছাড়বে মালদা টাউন স্টেশন। সকাল ১১টা ৫০ মিনিটে পৌঁছবে বারসই স্টেশনে। ওই স্টেশন ছেড়ে যাবে ১১টা ৫২তে। তারপরে সময়সূচি অনুযায়ী দুপুর ১টা বেজে ২৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে বন্দে ভারত।
আরও পড়ুন- ভয়াবহ দুর্ঘটনায় দুমড়ে গেল ঋষভ পন্থের গাড়ি, মাথায় গুরুতর চোট