West Bengal Flood: ভয়াবহ দিন ! বন্যায় ডুবছে বাড়িঘর, বিপন্ন জীবন, পুজোর আগে আরও দুর্যোগ?
West Bengal Weather Flood: কলকাতায় মোটামুটি শরতের নীলাকাশ দেখা যাবে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম ।হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
সুনীত হালদার, তুহিন অধিকারী, বিশ্বজিৎ দাশ, সোমনাথ দাশ, কলকাতা : নিম্নচাপের জন্য গত কয়েকদিন বৃষ্টি চলেছে। জলমগ্ন একাধিক জেলা। বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। এর ফলে বাংলার বিভিন্ন জেলায় প্রায় বন্যা পরিস্থিতি। ডুবেছে ধাটাল থেকে আরামবাগ। বিস্তীর্ণ এলাকায় প্লাবনের আশঙ্কা জোরদার হচ্ছে।দক্ষিণবঙ্গে বিশ্বকর্মা পুজোর দিন থেকেই ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হলেও , নদীগুলির অবস্থা টইটম্বুর। সেই সঙ্গে জলাধার থেকে জল ছাড়ায় ভাসছে একের পর এক গ্রাম। তবে স্বস্তি একটাই, এই মুহূর্তে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে ফের বৃষ্টি বাড়তে পারে রবিবার থেকে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দু-এক জায়গায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। কলকাতায় মোটামুটি শরতের নীলাকাশ দেখা যাবে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম ।হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় তেমন বৃষ্টি হয়নি।
উদয়নারায়ণপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতি
হাওড়ায় পুজোর মুখে হাওড়ার উদয়নারায়ণপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । DVC-র ছাড়া জলে ভাসছে কুরচি শিবপুর, কানুপাট-মনশুকা এবং সিংটি-শিবানীপুর, এই ৩টি গ্রাম পঞ্চায়েতের ১৬-১৮টি গ্রাম। উদয়নারায়ণপুর- ডিহিভুরসুট রাজ্য সড়কের ওপর দিয়ে জল বইছে। বাড়ি, দোকানপাট, চাষের জমি জলমগ্ন। হাঁটু জল পেরিয়ে যাতায়াত করছেন উদয়নারায়ণপুর থানার পুলিশ কর্মীরা। বন্যা পরিস্থিতি মোকাবিলায় গতকাল পূর্তমন্ত্রী পুলক রায় ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন উদয়নারায়ণপুর ও আমতার দুই তৃণমূল বিধায়ক সমীর পাঁজা ও সুকান্ত পাল। দুর্গত এলাকা থেকে দেড় হাজারের বেশি মানুষকে উদয়নারায়ণপুরের ফ্লাড সেন্টারে নিয়ে আসা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে শুকনো খাবার, পানীয় জল। জোরকদমে চলছে উদ্ধারকাজ।
সোনামুখীতে বানভাসী পরিস্থিতি
অন্যদিকে DVC জল ছাড়ায় বাঁকুড়ার সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর নিত্যানন্দপুর, সমিতিমানা, পাণ্ডে পাড়া, ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি, কেনেটিমানা-সহ একাধিক এলাকা জলমগ্ন।কোথাও কোথাও কোমর সমান জল। ভেলায় করে যাতায়াত করতে হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বেশ কিছু মানুষকে আনা হয়েছে রিলিফ সেন্টারে। বন্য়া পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। দুর্গাপুর ব্যারাজ সংলগ্ন বাঁকুড়ার একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়ায়, আজ পরিদর্শনে যান মন্ত্রী মলয় ঘটক।
ডেবরা - দাসপুর জলের তলায়
পশ্চিম মেদিনীপুরে কংসাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ও দাসপুরের বিস্তীর্ণ এলাকা। ডেবরা ব্লকের বিভিন্ন এলাকায় গতকাল রাত থেকে জল ঢুকতে শুরু করেছে। রাস্তাঘাট জলমগ্ন। বহু বাড়িতে জল ঢুকেছে। একই অবস্থা দাসপুর ১ নম্বর ব্লকে। হোসেনপুর এলাকায় জলের তোড়ে কংসাবতীর বাঁধ ভেঙে যাওয়ায় হু-হু করে জল ঢুকছে। সামাট, রাজনগর-সহ একাধিক এলাকা প্লাবিত। জলবন্দি হয়ে পড়েছেন বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা।
আরও পড়ুন :