![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
West Bengal Weather : ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনার পর আজ কি বৃষ্টির স্বস্তি কলকাতায়? বড় আপডেট আবহাওয়া দফতরের
Kolkata Temperature Today : সারাদিন তাপমাত্রা সর্বোচ্চ ৪২ ডিগ্রি আর ৩০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করা সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ বাকি জেলাতেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে ।
![West Bengal Weather : ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনার পর আজ কি বৃষ্টির স্বস্তি কলকাতায়? বড় আপডেট আবহাওয়া দফতরের West Bengal Weather Kolkata Heatwave Update Kolkata Temperature Today West Bengal Weather : ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনার পর আজ কি বৃষ্টির স্বস্তি কলকাতায়? বড় আপডেট আবহাওয়া দফতরের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/02/8750d6a16389609a9e254e9a3d493f76171462134357453_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ঝিলম করঞ্জাই, কলকাতা : প্রবল গরমের পর সামান্য স্বস্তি দিয়েছে ক্ষণিকের বৃষ্টি। সামান্য ভিজেছে দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রাম। তবে তা প্রবল গরমের তুলনায় সামান্য। বুধবারও পশ্চিমের ৬ জেলায় তাপপ্রবাহের চরম সতর্কবার্তা থাকবে।
- বাঁকুড়া
- ঝাড়গ্রাম
- বীরভূম
- পশ্চিম বর্ধমান
- পূর্ব বর্ধমান
- পশ্চিম মেদিনীপুর জেলায়
কলকাতাতেও নেই বৃষ্টির সঙ্কেত। বৃহস্পতিবারও আংশিক মেঘলা আকাশ থাকবে মহানগরীতে। দিনভর তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। সারাদিন তাপমাত্রা সর্বোচ্চ ৪২ ডিগ্রি আর ৩০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করা সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ বাকি জেলাতেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে ।
শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে সব জেলাতেই। দু এক জায়গায় চরম তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। রবিবার যদিও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবুও গরম থেকে রেহাই মিলবে না। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়াই থাকবে। এবং পশ্চিমের ৩-৪ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা বজায় থাকবে। সোম এবং মঙ্গলবার ৬ ও ৭ মে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার থেকে উপকূলে বৃষ্টি শুরু হবে।
বৃষ্টি কবে কোথায়
শনিবার বিকেল থেকে কোথাও কোথাও মেঘের আনাগোনা দেখা যাবে । তবে বৃষ্টি হবে রবিবার, তাও দাপট থাকবে খুবই সামান্য পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম - এই ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংএ বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। শনিবার, ৪ মে থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিংও কালিম্পংয়ে। ফলে গরমে নাজেহাল হয়ে যাঁরা পাহাড়মুখী হয়েছিলেন, তাঁরা বৃষ্টি পেতে পারেন। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। তবে উত্তরবঙ্গের নিচের দিকের জেনা মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহ চলবে বৃহস্পতিবার পর্যন্ত। তারপরেও গরম ও অস্বস্তি কমার সম্ভাবনা নেই।
আরও এক দিন তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গে। তারপর থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামতে পারে । রবিবারের মধ্যে সোম ও মঙ্গলবার আরও কিছুটা তাপমাত্রা নেবে স্বাভাবিকের কাছাকাছি হবে ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Mamata Banerjee: 'দিল্লির পরিযায়ী পাখিরা বাংলায় এসে বাংলা সম্পর্কে মিথ্যে ছড়ায়,' ফের আক্রমণে মমতা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)