West Bengal Weather : মেঘ ছাইল শহরের আকাশে, বঙ্গে বর্ষার আগমন বার্তা ?
Kolkata Weather Update : বৃষ্টি নামল সোমে। এ কী বর্ষার আগমন বার্তা ? শুরু হল কি প্রাক-বর্ষার বৃষ্টি ?
কলকাতা : সাত সকালে শহরের আকাশে কালো মেঘ। রবির আঁচ থেকে সাময়িক স্বস্তি দিয়ে বৃষ্টি নামল সোমে। এ কী বর্ষার আগমন বার্তা ? শুরু হল কি প্রাক-বর্ষার বৃষ্টি ? কেরল থেকে বঙ্গে প্রবেশ করতে আর কতদিন সময় নেবে বর্ষা ? এই উত্তরের প্রতীতক্ষায় শহরবাসী। রবিবারই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।তবে কি বর্ষার আগমনই সূচিত হয়ে গেল বঙ্গে ?
যদিও প্রাক বর্ষার বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গে চলবে তাপ প্রবাহ। ফের বাড়বে কলকাতার তাপমাত্রা। তবে দক্ষিণবঙ্গে কবে আসবে বর্ষা? তা এখনও জানাতে পারেননি আবহবিদরা।
আজ কোথায় কোথায় বৃষ্টি ?
কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।
তাপপ্রবাহের আশঙ্কা কোন কোন জেলায় ?
রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। বাকি জেলাগুলিতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। বাকি জেলাতেও অস্বস্তিকর আবহাওয়া গরম বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ কোথাও বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে মঙ্গলবার পর্যন্ত।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির ইঙ্গিত
সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গে। সোমবার বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহারে। সেই সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে। সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার বেশ কিছু এলাকায়। প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই সব অঞ্চলে। দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সোমবার থেকে বৃহস্পতিবার এর মধ্যে।
এক ঝলকে আগামী ৭ দিনে কলকাতার তাপমাত্রা কেমন থাকবে দেখে নিন।
https://city.imd.gov.in/ - এর তথ্য অনুযায়ী
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
12-Jun | 27.0 | 37.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
13-Jun | 27.0 | 37.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
14-Jun | 28.0 | 38.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
15-Jun | 30.0 | 38.0 | Partly cloudy sky | |
16-Jun | 30.0 | 38.0 | Partly cloudy sky | |
17-Jun | 30.0 | 38.0 | Partly cloudy sky | |
18-Jun | 28.0 | 36.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm |