Weather Update: ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ উত্তরবঙ্গে, গরম এবং অস্বস্তি চরমে দক্ষিণে, কবে আসবে বর্ষা?
West Bengal Weather: আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর অনুকূল নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি চরমে উঠবে (Weather Update)। আগামী দু'দিনে আরও তাপমাত্রা বাড়তে পারে। আপাতত বর্ষার (Monsoon Forecast) অনুকূল পরিবেশ নয় দক্ষিণবঙ্গে। তাই উত্তরবঙ্গেই থমকে মৌসুমী বায়ু। উত্তরবঙ্গের দার্জিলিং সহ ওপরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
কবে আসবে বর্ষা?
আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর অনুকূল নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। ১২ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বলে অনুমান আলিপুর আবহাওয়া দফতরের।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে গরম। তিনদিনে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। শুষ্ক আবহাওয়া সঙ্গে গরম ও অস্বস্তি থাকবে। শুষ্ক ও গরম হাওয়া বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম মুর্শিদাবাদ। অন্যান্য জেলাতেও গরম ও অস্বস্তি থাকবে। আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বুধবারের পর আবহাওয়া পরিবর্তন হবে। বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বুধবার বিকেলের দিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন নেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও। মালদা ও দুই দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আপাতত বৃষ্টির সম্ভাবনা কমবে। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা বাড়বে কমবে তাপমাত্রা। তার আগে দু-তিন দিনে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে।
আগামী কয়েকদিনের কলকাতার আবহাওয়া
সূত্র: IMD
| |||||||||||||||||||||||||||||||||||||||||
কলকাতার আবহাওয়া: রাতের তাপমাত্রা অনেকটাই বেড়েছে শহরে। কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। আজ থেকে দিনের তাপমাত্রা বাড়বে। ঊর্ধ্বমুখী হবে রাতের তাপমাত্রাও। আজ দিনভর পরিষ্কার আকাশ। কখনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আজ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। গরমও অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তাই গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৫ থেকে ৯৪ শতাংশ।






















