West Bengal Weather Update : তাল কাটল শীতে, এবার শুরু হবে বৃষ্টি, বড় আপডেট আবহাওয়া দফতরের
শনিবারও দক্ষিণবঙ্গের আট জেলাতে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে শুক্র ও শনিবার।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : তাপমাত্রা নামল কলকাতায়। কিন্তু এই সপ্তাহেই বাংলায় তুষারপাতের সম্ভাবনা প্রবল। আবহাওয়া দফতরের ধারণা, এই সপ্তাহের শুক্র ও শনিবার ফের দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হতে পারে। অন্যদিকে আগামী শুক্রবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। শনিবারও দক্ষিণবঙ্গের আট জেলাতে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে শুক্র ও শনিবার।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে । দিন ও রাতের তাপমাত্রা বেড়েছে । শহরে শীতের আমেজ কমে বুধবার তাপমাত্রা পৌঁছেছে ১৬ ডিগ্রির ঘরে । বৃহস্পতিবার থেকেই কলকাতায় পূবালী হাওয়ার সঙ্গে ঢুকবে জলীয় বাষ্প। শুক্রবার আরও বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৭ থেকে ৯৫ শতাংশ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারেই সামান্য বেড়েছে তাপমাত্রা। আগামী ২৪ ঘন্টায় আরও চড়বে পারদ। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে আগামী কয়েকদিনে। শুক্র শনিবার মেঘলা আকাশ থাকতে পারে । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বাড়বে। বর্তমানে
একটি নিম্নচাপ অবস্থান করছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায়। পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এটি আরো শক্তিশালী হবে সেই নিম্নচাপটি। যদিও এই নিম্নচাপের অভিমুখ তামিলনাডু উপকূলের দিকে। তুষারপাত হতে পারে দেশের উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। আজ, বুধবার, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আজ উত্তর-পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত অবস্থান করছে রাজস্থান ও সংলগ্ন এলাকায়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বেড়েছে তাপমাত্রা। শনিবারের মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। শীতের আমেজে তাল কাটতে পারে। বুধবার আংশিক মেঘলা আকাশ থাকবে। শনিবার পর্যন্ত এমনই আবহাওয়া চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে, ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। শনিবার হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও নদিয়া জেলাতে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা ধোঁয়াশা কুয়াশা থাকতে পারে। বুধবার কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। বৃহস্পতিবার কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার ও শনিবার মেঘলা আকাশ থাকবে ও বৃষ্টি হতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।