West Bengal Weather Update: আসছে দুর্যোগ! আপনার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কবে? মিলিয়ে নিন পূর্বাভাস
West Bengal Rain Prediction: উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি চলছেই। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বজ্রপাত ও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
কলকাতা: বৃষ্টি (Rain Prediction) আসছে বাংলায়। তবে আগামীকালই ভিজবে বা রাজ্যের মাটি। অল্পবিস্তর বৃষ্টি হলেও, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে আরও এক দিন।
IMD-এর তরফে X হ্যান্ডেলে যে তথ্য দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে- রাজ্যের মাত্র তিনটি জেলায় ১৮ জুলাই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Thunderstorm) হতে পারে। রাজ্যের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় ১৮ জুলাই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কিন্তু রাজ্যের আরও কোনও জেলার এমন কোনও আবহাওয়া পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। ১৮ জুলাই সকালে সাড়ে আটটা থেকে ১৯ জুলাই সকাল সাড়ে আটটা পর্যন্ত এমন আবহাওয়া পূর্বাভাস দেওয়া হয়েছে।
বৃষ্টি আসবে কবে?
IMD-এর তথ্য বলছে ১৯ জুলাই দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) বৃষ্টি হতে পারে। বজ্রপাতের পূর্বাভাসও রয়েছে। ১৯ জুলাই সকাল সাড়ে আটটা থেকে ২০ জুলাই সকাল সাড়ে আটটা পর্যন্ত কী পূর্বাভাস দিয়েছে IMD?
এই রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই সময় বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে IMD. যে তথ্য দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে- দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতায় (Kolkata Weather) হলুদ সতর্কতা রয়েছে। এই জেলাগুলিতে বজ্রপাতের পূর্বাভাসের কথা জানানো হয়েছে। পাশাপাশি, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের কথাও জানানো হয়েছে।
Weather Warnings for West Bengal dated 17-07-2024 *Day-1 : No Warning* pic.twitter.com/DmTJ9ZNFuJ
— IMD Kolkata (@ImdKolkata) July 17, 2024
২০ জুলাই অবশ্য কমে আসবে বৃষ্টির পরিমাণ। সেদিন সকাল সাড়ে আটটা থেকে ২১ জুলাই সকাল সাড়ে আটটা পর্যন্ত যে আবহাওয়া পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে- উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ২১ জুলাই পশ্চিমের জেলাগুলিতে এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কোন মুসলমানদের পক্ষে বিজেপি? নজরুল-সৈয়দ মুজতবাকে স্মরণ করে কাদের হুঁশিয়ারি শমীকের?