Weather Update: রাত পেরোলেই বৃষ্টি ? কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
West Bengal Weather Update : উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস..
কলকাতা: একদিকে যখন বরফে ঢেকেছে দার্জিলিং, ঠিক সেইসময়েই দক্ষিণবঙ্গে তাপমাত্রার হেরফের। মেঘলা আকাশ, গুমোট ভাব। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিও হয়েছে একাধিক জেলায়। তবে কি জানুয়ারিতে যাও বা শীতের মুখ দেখল দক্ষিণবঙ্গবাসী, তা ক্ষণিকের অতিথিই ছিল ? নানা এতটাও অসন্তুষ্ট হয়নি প্রকৃতি। আগামীকাল কেমন থাকবে আবহাওয়া , জানাল হাওয়া অফিস (Weather Office)।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরেও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অসম ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরেও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই নীচে। রাতের তাপমাত্রাও একইরকম থাকবে।
উত্তরবঙ্গে শীতের দাপট চলবে রবিবার পর্যন্ত
গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম ছিল। উত্তরবঙ্গে শীতের দাপট চলবে রবিবার পর্যন্ত। মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সতর্কতা সবথেকে বেশি। দার্জিলিঙ, জলপাইগুড়ি এবং কোচবিহারেও কুয়াশার দাপট থাকবে। আজ ও কাল দার্জিলিঙ ও কালিম্পঙের পার্বত্য় এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে বৃষ্টি ও তুষারপাত হতে পারে। পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর।
হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায়
আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে এই 'কোল্ড ডে' পরিস্থিতি আরও ২-৩ দিন থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, সকালে মেঘলা আকাশ ও কুয়াশা থাকবে। পরে আংশিক মেঘলা আকাশ থাকবে, রোদের দেখা মিলবে না। বিক্ষিপ্তভাবে বৃষ্টি দু এক জেলায় বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায় ।
আরও পড়ুন, পেরোয়নি ২৪ ঘণ্টাও, সদ্য নির্মিত রাস্তা থেকে উঠে এল পিচ, ক্ষোভে ফুঁসছে বিনপুরবাসী
সকালে কুয়াশা পরে মেঘলা আকাশ থাকবে
সিকিমে তুষারপাত হতে পারে আগামী দু-তিনদিন। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাতেও তার প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে কুয়াশা পরে মেঘলা আকাশ থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনা পার্বত্য জেলাতে। দিনের তাপমাত্রা অনেকটা নেমে যাবে, তাই শীতল দিনের পরিস্থিতিই বজায় থাকছে ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y