(Source: ECI/ABP News/ABP Majha)
Weather Update: পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! সপ্তমী থেকে পুরো পুজোতেই বৃষ্টির পূর্বাভাস?
West Bengal Weather Alert: বোধনের আগেই প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড়। কিন্তু, আনন্দের এই পুজোয় কি অসুর হয়ে উঠবে বৃষ্টি?
অরিত্রিক ভট্টাচার্য ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: পুজোয় (Durga Pujo) বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী (Sashti) থেকে রাজ্যে বৃষ্টির (Rain) সম্ভাবনা। সপ্তমীতে (Saptami) দক্ষিণবঙ্গের কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, জানাল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তমী থেকে উত্তরবঙ্গের (North Bengal) সব জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি চলবে দশমী (Dasami) পর্যন্ত, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
২ বছরের করোনাকাল পেরিয়ে, এবার সাড়ম্বরে পালিত হচ্ছে দুর্গাপুজো"। বোধনের আগেই প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড়। কিন্তু, আনন্দের এই পুজোয় কি অসুর হয়ে উঠবে বৃষ্টি? বর্ষণে কি মাটি হবে পুজোর প্ল্যান? সেই আশঙ্কা ক্রমশ জোরাল হচ্ছে।
কী জানাল আলিপুর আবহাওয়া দফতর?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। যার জেরে ১ অক্টোবর ষষ্ঠীর দিন থেকে, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২ অক্টোবর সপ্তমীতে আরও বাড়তে পারে বৃষ্টি। সপ্তমীতে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অষ্টমী, নবমী, দশমীতেও রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন, পরীক্ষায় শূন্য পেয়েও কমিশনের সার্ভারে প্রাপ্ত নম্বর ৫০, অবশেষে দুর্নীতি মানল এসএসসি
কলকাতায় বৃষ্টি রুখতে প্রস্তুতি
পুজোয় বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে, সেই মতো প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুরসভা। মঙ্গলবারই বৈঠকে বসেন মেয়র পারিষদ তারক সিং। বৈঠকে ছিলেন নিকাশি বিভাগের এক্সজিকিউটিভ ইঞ্জিনিয়ারেরা। কলকাতা পুরসভা সূত্রের খবর, পুজোয় কলকাতার প্রতিটি পাম্পিং স্টেশন চালু থাকবে। জল জমলে, তা বের করতে প্রচুর হ্যান্ড পাম্পেরও ব্যবস্থা করা হচ্ছে। লকগেটগুলোয় ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা করা হবে। চালু করা হবে হেল্পলাইন নম্বর।