Weather Update: লোডশেডিং-সেই সঙ্গে ভারী বৃষ্টি, ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে প্রবল দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গে ! সতর্কতার আওতায় দক্ষিণবঙ্গের এই জেলাগুলিও
West Bengal Weather Update: ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে উত্তরবঙ্গে ফের দুর্যোগ, পর্যটকদের জন্য সান্দাকফু-সহ আশপাশের এলাকায় যাওয়ায় নিষেধাজ্ঞা জারি, সতর্কতা দক্ষিণবঙ্গের জন্যও

কলকাতা: শক্তি হারালেও রাজ্য জুড়ে 'মোন্থা'র প্রভাব চলছেই। আবহাওয়া দফতরের তরফ থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা ও লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে উত্তরবঙ্গে ফের দুর্যোগ। জলপাইগুড়িতে প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিঙের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি, কার্শিয়ঙে লোডশেডিং রয়েছে খবর। খারাপ আবহাওয়ার কারণে সান্দাকফু-সহ পার্শ্ববর্তী এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যটকদের জন্য সান্দাকফু-সহ আশপাশের এলাকায় যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবারও টানা বৃষ্টি হলে জলপাইগুড়ির একাধিক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
জলপাইগুড়ি শহরের লাগাতার সকাল থেকে লাগাতার জোর বৃষ্টি। সাথে ঝোড়ো হাওয়া। এখনও বৃষ্টি চলছে। তিনটে পর্যন্ত তিস্তা ব্যারাজ থেকে ১৭০০ কিউমেক জল ছেড়েছে। কালও বৃষ্টি হলে প্লাবিত হতে পারে আশঙ্কা।উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবার উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি। গতকাল খারাপ আবহাওয়ার জন্য, ভুটানে যেতে না পেরে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে জরুরি অবতরণ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বিমান। রাতে সেখানেই থাকেন তিনি। শিলিগুড়ি-সংলগ্ন এক বেসরকারি হোটেলে ওঠেন তিনি। যদিও, আজও আবহাওয়া খারাপ থাকায় ফের দিল্লিতে ফিরে যান নির্মলা সীতারমণ।
উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টি, ক্ষতিগ্রস্ত গেরগেন্ডা নদীর সেতু ! ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে বীরপাড়ার কাছে ধস নেমেছে। ধসের জেরে ফের ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে সেতুর অ্যাপ্রোচ রোড। যার জেরে বন্ধ হয়ে যেতে পারে যান চলাচল,এমনটাই আশঙ্কা প্রশাসনের। বালাসন নদীতেও জলস্তর বৃদ্ধি, দুধিয়া ব্রিজেও আতঙ্ক ছড়িয়েছে। গত ৪ অক্টোবরও হড়পা বানে ভেঙে পড়েছিল দুধিয়া সেতু। এরপরেই তৈরি হয়েছিল অস্থায়ী ব্রিজ, এবার ফের নতুন করে দুর্যোগে সেই ব্রিজেও বাড়ছে আতঙ্ক !
বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বেশিরভাগ জেলাতেই। বিক্ষিপ্তভাবে দু'এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও, রবিবার থেকেই একেবারে রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। সেইসঙ্গে কমবে বৃষ্টিরও সম্ভাবনা।এদিকে কলকাতাতেও শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রির আশপাশে। এরই মধ্যে আবার সিকিমের লাচুংয়ে শুরু হয়ে গেছে তুষারপাত। সাদা চাদরে ঢেকেছে লাচুং সহ আশপাশের এলাকা।























