Weather Update: নিম্নচাপের জের, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় প্রবল বর্ষণের আশঙ্কা, নিম্নচাপ কাটবে কবে ?
West Bengal Weather Update : রাজ্যের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, কী বলছে আবহাওয়া দফতর ? দেখুন একনজরে

কলকাতা : গত দুই দিন আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে পৌঁছেছে। তবে রাত থেকেই প্রবল বর্ষণ শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বাজ পড়ে একাধিক জনের মৃত্যু হয়েছে। কোথায় কোথায় ভারীর বৃষ্টির সম্ভাবনা ? বিস্তারিত জানাল আবহাওয়া দফতর।
আরও পড়ুন, বিহারে এসআইআর প্রভাব, বাংলায় সাত সীমান্তবর্তী জেলায় তালিকায় নাম তোলার হিড়িক
নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই নিম্নচাপ কেটে যাওয়ার পরেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ঘূর্ণাবর্তের জেরে বুধবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। সোমবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। IMD সূত্রে খবর, আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতায়।
গতকাল রাত থেকে দক্ষিণ ২৪ পরগনা জুড়ে ভারী বৃষ্টি চলছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে উপকূলবর্তী এলাকায়। সুন্দরবন এলাকায় বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি। ভারী বৃষ্টির সঙ্গে অমাবস্যার কোটালের জেরে উত্তাল নদী ও সমুদ্র। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এলাকাবাসীকে সতর্ক করতে মাইকে প্রচার করছে জেলা প্রশাসন। সুন্দরবন এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধগুলোর দিকে নজর রাখছে সেচ দফতর। দুর্যোগ মোকাবিলায় জেলা, মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
অপরদিকে, জেলায় জেলায় বজ্রবিদ্য়ুৎসহ বৃষ্টির মাঝেই মর্মান্তিক ঘটনা ঘটেছে। গতকাল একদিনে রাজ্য়ে বাজ পড়ে মৃত্য়ু হয়েছে ১৮ জনের। বাঁকুড়া জেলায় বাজ পড়ে মৃত্যুর সংখ্যা সর্বাধিক, সেখানে মারা গিয়েছেন ৯ জন। বজ্রপাতে পূর্ব বর্ধমানে প্রাণ হারিয়েছেন ৫ জন, পশ্চিম মেদিনীপুরে মৃতের সংখ্যা ২ পুরুলিয়া ও দক্ষিণ দিনাজপুরে বাজ পড়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে।
নিম্নচাপের প্রভাবে রাতভর বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন রাস্তায় জল জমেছে। টানা বৃ্ষ্টিতে জলমগ্ন ধর্মতলা, পোস্তা, বড়বাজার, কৈখালি, দমদম
জল জমেছে এজেসি বোস রোড উড়ালপুলের একাংশে। সকাল পর্যন্ত ধাপায় সবচেয়ে বেশি ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। উল্টোডাঙায় ১০১ মানিকতলায় ৯৭, তপসিয়ায় ৭৯, ঠনঠনিয়ায় ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বালিগঞ্জে ৭০, বীরপাড়ায় ৫৫ ও বেলগাছিয়া ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস।






















