Weather Update: ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা ! শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপের আশঙ্কা, এল জরুরি আপডেট
West Bengal Weather Update: আগামীকাল কেমন আবহাওয়া থাকবে গোটা রাজ্যে ? জানাল হাওয়া অফিস।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: পারদ নামছে হুহু করে। এর মধ্যেই নতুন করে উত্তর-পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা আগামী ১২ ঘন্টায়। কতটা প্রভাব পড়তে পারে বাংলায় ? আগামীকাল কেমন আবহাওয়া থাকবে গোটা রাজ্যে ? যাবতীয় বিষয়েই জানাল হাওয়া অফিস।
ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা !
নতুন করে উত্তর পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। ২৯ নভেম্বর শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পন্ডিচেরী থেকে ৮৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে ৯৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা আগামী ১২ ঘন্টায়। ঘূর্ণিঝড় হবে কিনা তা নিয়ে এখনই নিশ্চিত নয় আবহাওয়া দফতর। তবে অভিমুখ উত্তর পশ্চিম দিক। আপাতত শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূল। দক্ষিণ বঙ্গোপসাগরে এই নিম্নচাপের প্রভাব সরাসরি পড়ছে না বাংলায়।
Deep Depression over Southwest Bay of Bengal:
— India Meteorological Department (@Indiametdept) November 26, 2024
TheDeep Depression over Southwest Bay of Bengal moved north-northwestwards with aspeed of 12 kmph during past 6 hours and lay centred at 1130 hours IST of today,the 26th November 2024 over the same region near latitude 6.6°N… pic.twitter.com/2F4EBedFQl
মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। শ্রীলংঙ্কা ও তামিলনাডু উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গে সপ্তাহভর শীতের আমেজ। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলাতে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতে। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূম জেলাতে।
সপ্তাহান্তে বৃষ্টি হওয়ার আশঙ্কা
সপ্তাহান্তে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে উপকূলে। সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে উপকূলের দুই জেলাতে। ২৯ নভেম্বর শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। ৩০ নভেম্বর শনিবার ও পয়লা ডিসেম্বর রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।উত্তরবঙ্গে সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। জলপাইগুড়ি ও মালদা জেলাতেও কুয়াশার সম্ভাবনা। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের আশঙ্কা রয়েছে। হালকা বৃষ্টির এক সঙ্গে হালকা মাঝারি কুয়াশা। হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায়।
কেমন আবহাওয়া কলকাতায় ?
হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। বেলা বাড়লে পরিস্কার আকাশ। মনোরম আবহাওয়া। শীতের আমেজ আরও একটু বেশি। আরও নামল পারদ। স্বাভাবিকের এক ডিগ্রি নিচে তাপমাত্রা। আজকেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে। দিনের তাপমাত্রাও আরো কমল। স্বাভাবিকের তিন ডিগ্রি নিচে। কলকাতার তাপমান আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৮৮ শতাংশ।
আগামী ২৪ ঘণ্টায় ঘন কুয়াশার সম্ভাবনা
ভিনরাজ্যে আগামী ২৪ ঘণ্টায় ঘন কুয়াশার সম্ভাবনা। সতর্কতা হিমাচল প্রদেশের বেশ কিছু এলাকায়। আগামীকাল ঘন কুয়াশার সতর্কবার্তা রাজধানী দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় এবং উত্তর প্রদেশের কিছু এলাকায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা তামিলনাড়ু পন্ডিচেরি ও করাইকাল এলাকায়। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই রাজ্যগুলিতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে সপ্তাহের মাঝামাঝি অন্ধপ্রদেশ, ইয়ানাম এবং রায়লসীমাতে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।