IIT-Kharagpur Placements: মন্দার মধ্যেও মরশুমের প্রথম দিনেই ৮০০-র বেশি চাকরি IIT খড়গপুরে, সর্বোচ্চ প্যাকেজ ২.১৪ কোটি টাকার
2024-25 Placement Season : ৯ জন ছাত্র ১ কোটি টাকার বেশি প্যাকেজের চাকরির অফার পেয়েছেন। সর্বোচ্চ প্রাপক পেয়েছেন ২.১৪ কোটি টাকা।
খড়গপুর : চাকরির বাজারে মন্দার মধ্যেও সাফল্যের উড়ান IIT খড়গপুরে। ২০২৪-'২৫ মরশুমে কর্মসংস্থান প্রক্রিয়া শুরু হল পয়লা ডিসেম্বর থেকে। আর ২৪ ঘণ্টার মধ্যেই ৮০০-র বেশি কর্মসংস্থান হল স্নাতক স্তরের ব্যাচ থেকে। এর মধ্যে অবশ্য রয়েছে প্রি-প্লেসমেন্ট অফারও। বিশ্বের তাবড় তাবড় সংস্থানগুলি ক্যাম্পাসিংয়ের জন্য এসেছে ক্যাম্পাসে, এমনই খবর আইআইটি খড়গপুর সূত্রে।
৯ জন ছাত্র ১ কোটি টাকার বেশি প্যাকেজের চাকরির অফার পেয়েছেন। সর্বোচ্চ প্রাপক পেয়েছেন ২.১৪ কোটি টাকা। আন্তর্জাতিক ভূমিকায় দেখা যাবে ১৩ জন ছাত্রকে। অ্যাপেল, গুগল, মাইক্রোসফ্ট, ডিই শ, ক্যাপিটাল ওয়ান ও ডাটাব্রিকসের মতো বিশ্বের নামীদামি সংস্থাগুলি এসেছে ক্যাম্পাসিংয়ের জন্য।
এ প্রসঙ্গে IIT খড়গপুরের অধিকর্তা অধ্যাপক ভি কে তিওয়ারি প্রতিষ্ঠানের সুখ্যাতির কথা তুলে ধরেছেন। তিনি বলেন, "কর্মসংস্থানের মরশুমে শিথিলতা সত্ত্বেও, প্রথম দিনেই ৮০০-র বেশি চাকরি প্রাপ্তি, জাতীয় স্তরে উন্নয়নের জন্য লিডারদের লালন-পালন করাতে আমাদের অঙ্গীকারকে তুলে ধরে। আমাদের প্রতিষ্ঠানের স্নাতক স্তরের ছাত্রদের প্রতি সংস্থাগুলির আস্থা এবং আমাদের প্রাতিষ্ঠানিক শক্তি তুলে ধরে।"
তাঁর সংযোজন, "এ বছরের কর্মসংস্থান আমাদের প্রতিষ্ঠানের গুণগত মান তুলে ধরছে। আমাদের ছাত্রদের অনর্গল পরিশ্রমের কথা তুলে ধরছে। এছাড়া আমাদের প্রতিষ্ঠানের উপর বিভিন্ন নামীদামি সংস্থাগুলির আস্থাও প্রকাশ করছে। আগামী দফাগুলিতেও প্লেসমেন্ট প্রক্রিয়া যাতে সফল হয় তার দিকে আমরা তাকিয়ে আছি।"
হাইব্রিড ফর্ম্যাটে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। একে একে ক্যাম্পাসে আসছে বিভিন্ন সংস্থা। বিভিন্ন নামীদামি সংস্থা যারা ২০২৪-এর জুলাই মাসে ইন্টার্নশিপের জন্য এসেছিল, তারা এবার প্লেসমেন্ট প্রসেসের জন্য রেজিস্টার করেছে।
আইআইটি বম্বেতেও ইতিমধ্যেই ক্যাম্পাসিং শুরু হয়ে গিয়েছে। আর ক্যাম্পাসিংয়ের প্রথম দিনেই ফিনটেক সংস্থা দ্য ভিঞ্চি ডেরিভেটিভস এই প্রতিষ্ঠানের (IIT Bombay Campus Placement) এক কৃতী ছাত্রকে নিয়োগ করেছে ২.২ কোটি টাকার বার্ষিক প্যাকেজে। আর এই বছর চমকপ্রদভাবে আইআইটি বম্বের (IIT Bombay) মোট ২৫৮ জন পড়ুয়ার কাছে চাকরির প্রস্তাব এসে জমা হয়েছে যাকে বলা হয় প্রি-প্লেসমেন্ট অফার।
সংবাদসূত্রে জানা গিয়েছে আইআইটি বম্বেতে ৪০টিরও বেশি সংস্থা ক্যাম্পাস প্লেসমেন্টে অংশ নিয়েছে। এদের মধ্যে বেশ কিছু বহুজাতিক সংস্থা এবং কিছু ভারতীয় সংস্থাও রয়েছে। আর এই তালিকায় বাদ পড়েনি ওয়ার্ল্ডকোয়ান্ট এবং আইএমসির মত বিশ্বজোড়া বিখ্যাত সংস্থার নামও। এর আগে বহু ক্যাম্পাস প্লেসমেন্ট সংস্থা নানা ধাপে পড়ুয়াদের ইন্টারভিউ নিয়েছে। আর এই ইন্টারভিউর ভিত্তিতেই প্রার্থী নির্বাচন চলছে এখন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে