Weather Alert: ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা উত্তরবঙ্গের এই জেলাগুলিতে..
North Bengal Weather Update: আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে, লাল সর্তকতা জারি করা হয়েছে কোথায় কোথায় ?
কলকাতা: দক্ষিণবঙ্গে যখন একটানা তীব্র অস্বস্তিকর আবহাওয়া, ঠিকই তখনই উত্তরবঙ্গে হয়ে চলেছে বৃষ্টি। একটানা বৃষ্টিতে কোথাও নেমেছে ধস।ঠিকই এমনই এক পরিস্থিতিতে হাওয়া অফিস জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে (North Bengal Weather update) ।
আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে। উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। সতর্কতা। জারি করা হয়েছে কমলা সতর্কতা। সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং কালিম্পঙে। আজ মালদা, দুই দিনাজপুর এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া।
লাল সর্তকতা জারি করা হয়েছে কোথায় কোথায় ?
আগামীকাল আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টি হবে। জারি করা হয়েছে লাল সর্তকতা। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে। বৃষ্টি হবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও। সঙ্গে থাকবে ঘন্টায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।পরশুদিন আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর এবং মালদাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি জারি থাকবে। শুক্রবারও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং এবং কালিম্পঙে।
আরও পড়ুন, শুধুই SC-ST নয়, বিনামূল্যে 'যোগ্যশ্রী'-র প্রশিক্ষণ পাবেন এবার সবাই, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
অপরদিকে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, আগামীকাল, পরশু হাওড়া, হুগলি, কলকাতা এবং উত্তর ২৪ পরগনা বাদে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।তবে শুক্রবার ১৪ জুন থেকে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। তবে দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে । তাপপ্রবাহ চলবে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম এবং হুগলিতে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই থাকবে অস্বস্তিকর আর্দ্রতা যুক্ত আবহাওয়া।