West Bengal Weather: তীব্র আর্দ্রতাজনিত অস্বস্তি, বৃষ্টি কখন নামবে ?
West Bengal Weather Update : দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে।
West Bengal Weather Update : কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস ( Weather Department) , বিকেল বা সন্ধের দিকে বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গের ( North Bengal) উপরের পাঁচ জেলায় বৃষ্টি চলবে। কোচবিহার (Cooch Behar) ও আলিপুরদুয়ারে ( Alipurduar ) ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং (Darjeeling) , কালিম্পং (Kalimpong) , জলপাইগুড়িতেও (Jalpaiguri)। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
আরও খবর :
ভোররাতে তুমুল ঝড়, সঙ্গে মুষলধারে বৃষ্টি, তছনছ দোকান-বাজার
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, জেলায় বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়োহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
অন্যদিকে এগোচ্ছে মৌসুমী বায়ু। আগামী ২৪ ঘণ্টায় মৌসুমী বায়ু সম্পূর্ণ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে বেশিরভাগ অংশ এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এর কিছু অংশে প্রবেশ করবে। বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জুড়ে ব্যাপক বৃষ্টির আশঙ্কা। আগামী ৩ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে।
হাওয়া অফিসের তরফে জানান হয়েছে দক্ষিণ পশ্চিম বায়ু শক্তিশালী হয়েছে। রাজস্থান থেকে উত্তর প্রদেশ বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে আসাম পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সর্তকতা দেওয়া হয়েছে।
অন্যদিকে, দেশের রাজধানী সহ বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের কিছু অংশে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টা তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।