West Bengal Weather: ২০-র নিচে নামতে পারে পারদ ! জগদ্ধাত্রী পুজোয় বড় বার্তা হাওয়া অফিসের
West Bengal Weather Update: আজ জগদ্ধাত্রী পুজোর দিনে কেমন থাকবে আবহাওয়া ? জানাল আবহাওয়া দফতর।
কলকাতা: নভেম্বর শেষের পথে। মাস পেরোলেই ডিসেম্বর। এদিকে মাঝেই মাঝেই আকাশ মেঘলা, স্যাঁতস্যাঁতে হাওয়া বইছে। হিমেল পরশ নাকি আজ জগদ্ধাত্রী পুজোর দিনে নামতে পারে বৃষ্টি ? বিস্তারিত জানাল আবহাওয়া দফতর (Weather Office)।
কেমন আবহাওয়া উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ?
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।আকাশ পরিষ্কার থাকবে। সকাল- সন্ধ্যে শীতের আমেজেই কাটবে পুজোর মরশুম। মেঘ কেটে যাওয়ায় দিন কিছুটা উষ্ণ। বাতাসে জলীয় বাষ্প থাকায় কলকাতা-সহ সংলগ্ন এলাকায় কিছুটা অস্বস্তি। সকাল- সন্ধ্যে শীতের আমেজ বাড়বে। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। সেখানে সপ্তাহের শেষ দিকে ১৫ ডিগ্রিতে পৌঁছবে পারদ। আগামী চার দিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।
আজ জগদ্ধাত্রী পুজোর দিন বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায়
উত্তরবঙ্গে আপাতত পরিষ্কার আকাশ। আজ জগদ্ধাত্রী পুজোর দিন বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায়। মূলত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টি হবে। দার্জিলিং ও কালিম্পং এই দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। শীতের আমেজ ক্রমশ বাড়বে। আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
সপ্তাহান্তে কুড়ি ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যেতে পারে বলে পূর্বাভাস
কলকাতায় আজ পরিষ্কার আকাশ। ধীরে ধীরে কমবে রাতের তাপমাত্রা। সকাল ও সন্ধ্যা শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে সামান্য উষ্ণতা । শুক্রবার থেকে পারদ আরও একটু নামবে। সপ্তাহান্তে কুড়ি ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যেতে পারে বলে পূর্বাভাস। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস।
আজ উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?
দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস।
কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
কোচবিহার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ সেলসিয়াস।
জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন, আজ থেকে শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর, বললেন..
আজ দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?
বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
নদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।