West Bengal Weather Update: কোথাও ৪৩, কোথাও ৪৪; শনিবার গরমে 'চাঁদিফাটা' অবস্থা হতে পারে কোন কোন জেলায় ?
Heatwave Update: আজ রাজ্যের বিভিন্ন জায়গার তাপমাত্রার রেকর্ড রীতিমতো আতঙ্ক ধরাতে পারে।
![West Bengal Weather Update: কোথাও ৪৩, কোথাও ৪৪; শনিবার গরমে 'চাঁদিফাটা' অবস্থা হতে পারে কোন কোন জেলায় ? west bengal weather update : warning of heat wave and severe heat wave in these districts of west bengal on 20 April 2024 kolkata weather update West Bengal Weather Update: কোথাও ৪৩, কোথাও ৪৪; শনিবার গরমে 'চাঁদিফাটা' অবস্থা হতে পারে কোন কোন জেলায় ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/19/d0e1d58acda470d0e42fdaf94d577fb11713546286865170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : গরমে পুড়ছে গোটা রাজ্য (West Bengal Weather Update)। চরম তাপপ্রবাহের সতর্কতা (Severe Heat Wave Warning) জারি করেছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। শনি ও রবিবার চরম তাপপ্রবাহ চলবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলাতে তাপপ্রবাহ চলবে সোমবার পর্যন্ত। তবে, সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে।
আজ রাজ্যের বিভিন্ন জায়গার তাপমাত্রার রেকর্ড রীতিমতো আতঙ্ক ধরাতে পারে। আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানাচ্ছেন, এদিন আড়াইটার সময় পাওয়া রেকর্ড অনুযায়ী, আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস, দমদমে ৪০.৮ ডিগ্রি, সল্টলেকে ৪০.৮ ডিগ্রি, আসানসোলে ৪২.২ ডিগ্রি, ক্যানিংয়ে ৪০ ডিগ্রি, বাঁকুড়ায় ৪২.৪ ডিগ্রি, হলদিয়ায় ৩৫.২ ডিগ্রি , ডায়মন্ড হারবারে ৩৮.৪ ডিগ্রি, দিঘায় ৩৫ ডিগ্রি ও শ্রীনিকেতনে ৪১.৬ ডিগ্রি।
একনজরে আজকের সর্বোচ্চ তাপমাত্রা টেবিলে -
পানাগড় | ৪৪ | ৭.২ (স্বাভাবিকের থেকে বেশি) |
কলকাতা | ৪০.৮ | + ৫.২ (স্বাভাবিকের থেকে বেশি) |
দমদম | ৪১.৫ | + ৫.৪ (স্বাভাবিকের থেকে বেশি) |
মেদিনীপুর | ৪৩.৫ | + ৬.৬ (স্বাভাবিকের থেকে বেশি) |
কলাইকুণ্ডা | ৪২.৮ | + ৫.৯ (স্বাভাবিকের থেকে বেশি) |
বাঁকুড়া | ৪২.৭ | + ৪.৭ (স্বাভাবিকের থেকে বেশি) |
বর্ধমান | ৪২.৫ | + ৫.৭ (স্বাভাবিকের থেকে বেশি) |
আসানসোল | ৪২.৪ | + ৪.৭ (স্বাভাবিকের থেকে বেশি) |
সিউড়ি | ৪৩.৫ | + ৬.৭ (স্বাভাবিকের থেকে বেশি) |
ঝাড়গ্রাম | ৪৩.৫ | +৬.৬ (স্বাভাবিকের থেকে বেশি) |
আগামীকালের তাপমাত্রার পূর্বাভাস
বর্ধমান (পূর্ব ও পশ্চিম বর্ধমান) | ৪২ ও ৪৩ ডিগ্রি |
পুরুলিয়া | ৪৩ |
বাঁকুড়া | ৪৪ |
মেদিনীপুর | ৪৪ |
কলকাতা | ৪১ |
হাওড়া | ৪০ |
অশোকনগর (উত্তর ২৪ পরগনা) | ৪১ |
নদিয়া (কৃষ্ণনগর) | ৪২ |
মুর্শিদাবাদ (বহরমপুর) | ৪২ |
বীরভূম (শ্রীনিকেতন) | ৪৩ |
উত্তরবঙ্গে আবহাওয়ার গতিপ্রকৃতি-
সোমবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে ।
এদিকে তাপপ্রবাহ থাকলেও, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম এই ১০ জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে।
উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় হালকা বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও হালকা দমকা ঝোড়ো হতে পারে আগামী ২৪ ঘণ্টায়। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর- উত্তরবঙ্গের নিচের দিকে তিন জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। মালদা সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)